আন্তর্জাতিক ক্রিকেটের সবরকম ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করলেন রবিচন্দ্রন অশ্বিন। গাব্বায় বর্ডার গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টের প্রেস কনফারেন্সে অশ্বিন এই ঘোষণা করলেন বুধবার ১৮ ডিসেম্বর । ভারতীয় দলের জার্সি গায়ে তার সাফল্য অনস্বীকার্য। ২০১০ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত মোট ১৪ বছরের বর্ণময় ক্যারিয়ারে সমৃদ্ধ করেছেন ভারতীয় ক্রিকেটকে। চেন্নাইয়ে জন্ম বছর ৩৮ এর তামিলিয়ান এই স্পিনার ভারতীয় দলের জার্সি গায়ে ১০৬ টি টেস্ট ম্যাচে নিয়েছেন ৫৩৭ টি উইকেট। ব্যাটার হিসেবেও যথেষ্ট সাবলীল। ১০৬ টি টেস্ট ম্যাচে করেছেন ৩৫০৩ রান । ১১৬ টি একদিনের ম্যাচে ১৫৬ টি উইকেট নেওয়ার সাথে সাথে করেছেন ৭০৭ রান। ৬৫ টি টি টোয়েন্টিতে নিয়েছেন৭২ উইকেট ও করেছেন ১৮৪ রান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বজায় রাখবেন আইপিএল খেলা । আইপিএলেও তার রেকর্ড বেশ ঈর্ষণীয়। ২১২ টি ম্যাচে নিয়েছেন ১৮০ উইকেট ও করেছেন ৮০০ রান । ২০১১ তে আইসিসি ওয়ার্ল্ড কাপ জেতার সঙ্গে সঙ্গে ২০১৩ তে পেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ । ২০১০ ও ২০১৬ তে জিতেছেন এশিয়া কাপ। চেন্নাই সুপার কিংসের হয়ে ২০১০ ও ১১ তে আইপিএল ছাড়াও ২০১১ ও ২০১৪ তে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টির ট্রফি । তবে সিরিজের মাঝপথেই অশ্বিনের এই সিদ্ধান্তে স্তম্ভিত সকলেই । কিছুটা সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে । তবে নিজের সিদ্ধান্তে অনড় অশ্বিন । এই মুহূর্তে বর্ডার গাভাস্কার সিরিজ ড্র যাচ্ছে ১-১ ব্যাবধানে।
Ashwin Retirement
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে অশ্বিন
×
Comments :0