Odisha Pastor Assaulted CPI(M)

ঢেঙ্কানলে যাজককে ভয়াবহ নির্যাতন বজরঙ দলের, শাস্তির দাবি সিপিআই(এম)’র

জাতীয়

ওড়িশার ঢেঙ্কানলে খ্রীস্টান যাজককে ভয়াবহ নির্যাতনে জড়িত দোষীদের শাস্তি দাবি করল সিপিআই(এম)। সোশাল মিডিয়া পোস্টে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি বলেছে যে প্রশাসনকে এই ঘটনার দায় নিতে হবে। 
ঢেঙ্কানলে যাজককে নির্যাতনের ঘটনা ৪ জানুয়ারির হলে তা সামনে আসে সম্প্রতি। স্থানীয় পজরঙ গ্রামে ওই যাজক বিপিনবিহারী নায়েক একজনের বাড়িতে প্রার্থনাসভার আয়োজন করেছিলেন। 
ঘটনার অভিযোগে বলা হয়েছে যে প্রায় ১৫-২০ জনের একটি বাহিনী লাঠি হাতে ঘরে ঢুকে পড়ে। যাজকের স্ত্রী বন্দনা নায়েক জানান যে তাঁর স্বামীকে টেনে বাইরে বের করে নেওয়া হয়। চড়-থাপ্পর, লাঠির বাড়ি সমানে চলতে থাকে। জুতোর মালা পরানো হয়। বজরঙ দলের স্থানীয় বাহিনীকে দায়ী করেছেন তিনি।
এখানেও নির্যাতন থামেনি। বিধস্ত অবস্থায় ঘোরানো হয় গ্রামের রাস্তায়। এলাকার একটি হনুমান মন্দিরে নিয়ে তাঁর মাথা কামিয়ে দেওয়া হয়। তার পর গোবরজল এবং নালার নোংরা জল পান করতে বাধ্য করা হয়। তাঁকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে এই বাহিনী।
বিজেপি সম্প্রতি আসীন হয়েছে ওড়িশা সরকারে। তারপর থেকে লাগাতার উগ্র হিন্দুত্ববাদী বাহিনীর তাণ্ডব চলছে। আক্রান্ত হয়েছেন বাংলার সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকরাও। বাংলার মুখ্যমন্ত্রীকে সংশ্লিষ্ট রাজ্যের কাছে প্রতিবাদ পাঠাতে দেখা যায়নি। তবে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা প্রতিবাদে চিঠি লিখেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা।
ওড়িশায় সিপিআই(এম)’র পক্ষ থেকেও তীব্র প্রতিবাদ করা হয়েছে। 
এদিকে যাজকের পরিবার ধর্ম বদলানোর অভিযোগ অস্বীকার করেছে। বারবারই এই অভিযোগ তুলে সংখ্যালঘুদের আক্রমণ করে বজরঙ দল। 
সিপিআই(এম) বলেছে, বিনা বাধায় ‘ধর্মান্তরের’ অভিযোগ তুলে এমন একের পর এক আক্রমণ চলছে। কেবল ব্যক্তির ওপর নয়, এই আক্রমণ সংবিধানের ওপর আঘাত। আঘাত ভারতের ধর্মনিরপেক্ষতার ভিত্তির ওপর। দ্রুত ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।

Comments :0

Login to leave a comment