UEFA CHAMPIONS LEAGUE

চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বি

খেলা

Atletico Madrid vs Real Madrid UEFA CHAMPIONS LEAGUE

বুধবার রাত ১: ৩০টায় ( বৃহস্পতিবার ) ফিরতি লেগের ডার্বিতে মুখোমুখি হবে দুই মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬- র ম্যাচে রিয়াধ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে নামবে আতলেতিকো ও রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জিতেছিল রিয়াল। গোল পেয়েছিলেন এম্ব্যাপে ও ব্রাহিম ডিয়াজ। আতলেতিকোর হয়ে গোল করেন জুলিয়ান আলভারেজ।ফিরতি লেগে পরের রাউন্ডে যেতে রিয়ালের প্রয়োজন জয় অথবা ড্র। 

 

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে লিভারপুলকে হারালো পিএসজি। এনফিল্ডে গোল করেন উসমান ডেম্বেলে। প্রথম লেগে ১ গোলে জেতায় এই গোলের পর দুই পর্ব মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ১-১ ফলে অতিরিক্ত সময়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারের দিকে। পিএসজির হয়ে গোল করেন ভিটিনহা, গনকালো র‍্যামোস, ডেম্বেলে ও ডিজিরে। লিভারপুলের হয়ে সালাহ গোল করলেও মিস করেন নুনেজ ও আলেক্সান্ডার আর্নল্ড। ফরউডকে ২-১ গোলে ( দুই পর্ব মিলিয়ে ৪-১ ) হারায় ইন্টার মিলান। এছাড়াও জার্মান মেগাম্যাচে লেভারকুর্সেনকে ২-০ ( দুই পর্ব মিলিয়ে ৫-০ ) গোলে হারায় বায়ার্ন মিউনিখ।

Comments :0

Login to leave a comment