BDO and truck driver injured

ডুয়ার্সে দুর্ঘটনায় জখম বিডিও ও ট্রাকচালক

জেলা

ডুয়ার্সের চালসা–বাতাবাড়ি জাতীয় সড়কে বুধবার রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। টিয়াবন এলাকায় দুর্ঘটনায় জখম হন মাটিয়ালির বিডিও অভিনন্দন ঘোষ ও এক ট্রাকচালক।
সূত্রে জানা গেছে, বুধবার রাতে জলপাইগুড়ি থেকে গাড়িতে করে চালসার দিকে ফিরছিলেন বিডিও অভিনন্দন ঘোষ। টিয়াবন এলাকায় সড়কের পাশে একটি ট্রাক দাঁড়ানো ছিল, চালক রাস্তার ধারে অবস্থান করছিলেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ছোট পণ্যবাহী গাড়ি হঠাৎ বিডিওর গাড়িতে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বিডিওর গাড়িটি গিয়ে সোজা ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়ানো ট্রাকটিতে।
দুর্ঘটনায় ট্রাকচালক গুরুতর জখম হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চালসা ট্রাফিক গার্ডের পুলিশ। আহত বিডিও অভিনন্দন ঘোষ, তাঁর গাড়ির চালক ও ট্রাকচালককে উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিডিও ও তাঁর চালক সামান্য আঘাত পান বলে জানা গেছে। তবে গুরুতর আহত ট্রাকচালককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও বিডিওর গাড়ি উদ্ধার করে মেটেলি থানার পুলিশ। পালিয়ে যাওয়া ছোট পণ্যবাহী গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Comments :0

Login to leave a comment