Bangladesh

ফের উত্তপ্ত বাংলাদেশ

আন্তর্জাতিক

শেখ হাসিনার সরকারের অপসারনের দাবিতে ফের নতুন করে উত্তাল বাংলাদেশ। প্রথমে কোটা সংস্কার নিয়ে পথে নামে সেই দেশের ছাত্র এবং যুবরা। সুপ্রিম কোর্টের রায়ের পর স্থিমিত হয় আন্দোলন। স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে বাংলাদেশ। তারপর ফের নতুন করে উত্তাল উঠেছে বাংলাদেশ।

কয়েক দিন আগে জামাতের মতো উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে নিষিদ্ধ করেছে হাসিনা সরকরা। তার পরপরই শুরু হয়েছে এই আন্দোলন। কোন কারণে হাসিনা সরকারের অপসারন চাওয়া হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। তবে বিশেষজ্ঞদের মতে জামাত নিষিদ্ধ হওয়ায় তাদের ঘনিষ্ট সংগঠন গুলো পথে নেমেছে সরকারের অপসারন চেয়ে। রবিবার থেকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর রংপুর আওয়ামী লিগের সাংসদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হাসিনার দলের বিভিন্ন অফিসে এবং কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়েছে। 

মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান (রাব্বি) নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজে একাধিক আহতের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। 

এই পরিস্থিতিতে ফের ইন্টারনেট পরিসেবা বন্ধ করা হয়েছে বাংলাদেশে।  

Comments :0

Login to leave a comment