BENGALURU CAFE BLAST BJP

রামেশ্বরম কাফে বিস্ফোরণে আটক বিজেপি কর্মী

জাতীয়

ছবি প্রতীকী।

রামেশ্বরম কাফে বিস্ফোরণের তদন্তে বিজেপি’র এক কর্মীকে আটক করল জাতীয় তদন্ত সংস্থা। বিস্ফোরণে জড়িত সন্দেহে দু’জনের বাড়িতে গত সপ্তাহে তল্লাশি চালিয়ে এই বিজেপি’র কর্মীর সংযোগের তথ্য পায় জাতীয় তদন্ত সংস্থা। 
শুক্রবার বিবৃতিতে জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ বলেছে, বিস্ফোরণে অভিযুক্ত বা সন্দেহভাজন, পলাতক যাদের নাম পাওয়া গিয়েছে কোনওভাবে তাদের সঙ্গে যোগাযোগ মিললে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
কর্ণাটকের শিবমোগ্গার এই বিজেপি কর্মী সাই প্রসাদের ফোন ব্যবহার করেছিল এক অভিযুক্ত। এনআইএ জানাচ্ছে, গত সপ্তাহে তল্লাশি হয় সন্দেহভাজন মুজাম্মিল এবং মুসাভিরের বাড়িতে। তখনই দেখা যায় এরা যে মোবাইল ফোন নিয়ে যোগাযোগ করত তার একটি সাই প্রসাদের। মুজাম্মিলকে আগে গ্রেপ্তার করেছিল এনআইএ।
এনআইএ’র বক্তব্য, সাই প্রসাদ ফোন একটি মোবাইলের দোকানে বিক্রি করে। সেই বিক্রেতা পরে ফোনটি বিক্রি করে মুজাম্মিলকে। 
বেঙ্গালুরুর জনপ্রিয় রামেশ্বরম কাফেতে বিস্ফোরণ হয় ১ মার্চ। সাধারণ ব্যবহারের সরঞ্জাম থেকে বানানো হয়েছিল বিস্ফোরক।

Comments :0

Login to leave a comment