গড়বেতা থানার বদ্ধভূমি সারগা গ্রামে নিখোঁজ শিশুকে উদ্ধার করা হয়েছে একটি বদ্ধ ঘর থেকে। সিঁদুর আলতা মাখা অবস্থায় উদ্ধার করা হয় শিশুকে।
ঘটনায় গ্রেপ্তার করা হয় এক যুবককে। অভিযোগ, এই যুবক ভণ্ড তান্ত্রিক। মোট ৫ জনকে এই ঘটনায় গ্রেপ্তার করে পুলিশ।
শোনা ও বলার সমস্যা ছিল শিশুটির। এমন ঘটনায় ফের অন্ধ কুসংস্কারের বিপদ সামনে এসেছে। গড়বেতা থানার চন্দ্রকোনা রোডে প্রকাশ্যে এমন তন্ত্রমন্ত্র শেখানোর তান্ত্রিক শিবির দফায় দফায় হয় বলে স্থানীয় মানুষের অভিযোগ। সেখানেই শনিবার অমবস্যার রাতে শিশুটিকে নিয়ে গিয়ে নরবলি দেওয়ার জন্য শিশুটিকে অপহরণ করা হয়।
শনিবার বিকাল ৪ টার পর থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। শিশুটির মা বলেন তার ৪ বছরের শিশুটি জন্ম থেকেই বধির। কথাও বলতে পারে না। ছেলে ঘুমাচ্ছিল ঘরের উঠোনে, তিনি পুকুরে গিয়েছিলেন বাসন মাজতে। ফিরে এসে দেখেন বিছানায় শিশুটি নেই। খোঁজা খুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। কান্নাকাটি পড়ে যায় এলাকায়।
সন্ধ্যার পর গ্রামের এক বাসিন্দা মাঠ থেকে ফেরার সময় দেখেন একটি ঘরের জানলার ধারে একটি শিশু হাত নাড়ছে। সেই ঘরটি বাইর থেকে তালা লাগানো। বাড়িটি অভিযুক্ত রণজিত রুইদাসের। তালা ভেঙে শিশুটিকে উদ্ধার করার সময় দেখা যায় শিশুটিকে পায়ে আলদা, শরীর জুড়ে সিঁদুর মাখানো হয়েছে। খবর ছড়িয়ে পড়ে। রনজিতকে রাস্তায় গ্রামের মানুষ ধরে ফেলেন। জনরোষের মুখে পড়ে স্বীকার করে সে-ই শিশুটিকে বদ্ধ ঘরে রেখে ছিলো। এরপর দৌড়ে পালানোর চেষ্টা করলে গ্রামের মানুষ তাড়া করে তাকে ধরে ফেলে।।
এমন ভয়ঙ্কর ঘটনার জেরে রবিবারও আতঙ্ক রয়েছে সারগা সহ আশপাশের গ্রামগুলিতে।
ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় ওই রণজিত রুইদাসকে।
Garbeta Child
গড়বেতায় আলতামাখা শিশু উদ্ধার, অন্ধ কুসংস্কারে উদ্বেগ

×
Comments :0