By poll Maharastra, Odissa, Telengana, Bihar

উপ-নির্বাচনে আঞ্চলিক দলগুলোর কাছে পরাজিত বিজেপি

জাতীয়

উপনির্বাচনে মহারাষ্ট্রে জোর ধাক্কা খেল বিজেপি ও শিন্ডে শিবসেনা শিবির। অন্ধেরি পুর্ব বিধানসভা কেন্দ্রে উদ্ধব থ্যাকারের শিবসেনা প্রার্থীর কাছে প্রায় ৬৬,০০০ ভোটে পরাজিত হয় বিজেপি-শিন্ডে শিবসেনা প্রার্থী। রুতুজা লটকের এই জয় শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোট মহাবিকাশ আঘাদির কাছে একটি বড় জয়। প্রসঙ্গত একনাথ শিন্ডেপন্থী শিবসেনা ও বিজেপি সরকার গঠনের পর এটাই প্রথম নির্বাচন হল মহারাষ্ট্রে। তবে উল্লেখযোগ্য এই উপ নির্বাচনে ছয় প্রার্থীর থেকে বেশী ভোট পড়েছে নোটা’তে।
বিহারের মোকামা বিধানসভা কেন্দ্রটিতেও পরাজিত হয় বিজেপি। সেখানে রাষ্ট্রিয় জনতা দলের প্রার্থীর কাছে ১৬ হাজার ভোটে পরাজিত হয় বিজেপি প্রার্থী। তেলেঙ্গানার মুনুগোড়ে বিধানসভা কেন্দ্রে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির কাছে পরাজিত হয় বিজেপি। তবে এই উপ নির্বাচনে অনেকটাই পিছিয়ে কংগ্রেস। তেলেঙ্গানার মুনুগোড়ে ও হরিয়ানার আদমপুর দুটি আসনই হারাল কংগ্রেস। উত্তরপ্রদেশের গোলা গোরখনাথ কেন্দ্র, বিহারেরে গোপালগঞ্জ ও ওডিশার ধামনগরে জয়ী হয় বিজেপি। এই তিনটি আসনে আগের নির্বাচনেও জয়ী হয়েছিল বিজেপি নতুন আসনের মধ্যে হরিয়ানার আদমপুর আসনটিতে জয়ী হয়েছে বিজেপি। কিন্তু শিবসেনা (উদ্ধব), টিআরএস ও আরজেডির মতো স্থানীয় দল গুলোর কাছে বিজেপি পরাস্ত হল।

Comments :0

Login to leave a comment