BJP HARYANA

হরিয়ানায় নড়বড়ে হয়ে পড়ল বিজেপি সরকার

জাতীয়

হরিয়ানায় ভূিমাক রয়েছে কৃষক বিক্ষোভের।

তিন নির্দল বিধায়কই জানিয়ে দিয়েছেন সমর্থন করবেন কংগ্রেসকে। তুলে নিয়েছেন বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন। বিধানসভায় সংখ্যালঘু হয়ে পড়েছে রাজ্যের বিজেপি সরকার। তবু পরিস্থিতি হালকা করে দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন নয়াব সিং সাইনি। 

তিন বিধায়ক- সম্বির সাঙ্গোয়ান, রণধীর গেলেন এবং ধরমপাল গোন্ডের সিদ্ধান্তে আলোড়ন রাজ্যে, দেশেও। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে মনোহরলাল খট্টরকে সরিয়ে সাইনিকে বসিয়েছে বিজেপি। কিন্তু সমস্যা তাতে মিটছে না। 

সাইনি বলেছেন, ‘‘আমি নর্দলদের বক্তব্য শুনেছি। সকলেরই ইচ্ছে থাকে। কংগ্রেসেরও ইচ্ছে হয়েছে। তবে তাতে কিছু হবে না।’’

কংগ্রেস নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা বলেছেন, ‘‘আর এক মুহূর্ত সরকার চালানোর নৈতিক অধিকার নেই বিজেপি’র।’’ তিনি তিন নির্দলকে ধন্য বাদও জানিয়েছেন। 

হুডা বলেছেন, ‘‘যাঁরা সমর্থন দিয়েছেন বা বিজেপি-কে ভোট দিয়েছেন, সরকারের কাজে প্রত্যেকে অসন্তুষ্ট। বিজেপি’র উচিত এখনই রাজ্যে বিধানসভা ভোট করানো।’’

Comments :0

Login to leave a comment