TMC Worker Arrested

ভগবানগোলায় বিএলও’র অস্বাভাবিক মৃত্যু, গ্রেপ্তার তৃণমূল কর্মী

জেলা

রাজ্যজুড়ে এসআইআর মাঝেই আত্মঘাতী হয়েছেন মুর্শিদাবাদের স্কুল শিক্ষক। শাসকদল তৃণমূল দাবি করেছে, এসআইআর’র চাপে আত্মঘাতী হয়েছেন ওই স্কুল শিক্ষক। এবার সেই ঘটনায় এক তৃণমূল কর্মীকেই গ্রেপ্তার করেছে রানীতলা থানার পুলিশ। শনিবার রাতে ভগবানগোলা ২ নম্বর ব্লকের আখরীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলাইপুর গ্রামের বিএলও হামিমুল ইসলামের মৃতদেহ উদ্ধার হয় স্কুলের ভিতরে থেকে। স্থানীয় চর কৃষ্ণপুর বয়েজ প্রাইমারি স্কুলের ভিতরেই উদ্ধার হয় দেহ। দেহ নিয়ে ময়দানে নামে তৃণমূল। তবে রবিবার রানিতলা থানায় আত্মঘাতী বিএলও’র স্ত্রী সীমা খাতুন বিবি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে তিনি জানান, এসআইআরের কাজের স্থানীয় মানুষের চাপ ছিল।  পাশাপাশি বুলেট খান নামের এক ব্যক্তি চাপ দিচ্ছিলেন স্বামীকে। বুলেট খানের সঙ্গে অর্থনৈতিক লেনদিন ছিল হামিমুল ইসলামের। স্ত্রীর দাবি, ২০ লক্ষ টাকা বুলেট খানকে দিয়েছিলেন স্বামী। কিন্তু সেই টাকা ফেরাচ্ছিলেন না বুলেট খান। টাকা ফেরাতে অস্বীকার করেন বুলেট খান। দেওয়া হয় খুনের হুমকিও। সেই চাপেই আত্মঘাতী হন হামিমুল। সোমবার বুলেট খানকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চায় পুলিশ। পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বিচারক। জানা গিয়েছে বিএলওর কাছে কুড়ি লক্ষ টাকা ধার নিয়েছিল বুলেট খান। পরবর্তীতে বুলেট খান সেই টাকা ফেরত দিতে অস্বীকার করে। টাকা চাইলে খুনের হুমকি দিতে বলে অভিযোগ। পুলিশের এফআইআর উল্লেখ আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছে তৃণমূল কর্মী বুলেট খান। বুলেট খানের নামে এফআইআরের ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে।

Comments :0

Login to leave a comment