BOOK — PARDOSH KUMAR BAGCHI — AIKABDHA BHARAT — MUKTADHARA — 4 NOVEMBER 2025, 3rd YEAR

বই — প্রদোষকুমার বাগচী — চাই ঐক্যবদ্ধ ভারত — মুক্তধারা — ৪ নভেম্বর ২০২৫, বর্ষ ৩

সাহিত্যের পাতা

BOOK  PARDOSH KUMAR BAGCHI  AIKABDHA BHARAT   MUKTADHARA  4 NOVEMBER 2025 3rd YEAR

বইমুক্তধারা 

 

চাই ঐক্যবদ্ধ ভারত 

প্রদোষকুমার বাগচী

৪ নভেম্বর ২০২৫, বর্ষ ৩ 

 


বাবরি মসজিদ ধ্বংসের পঁচিশ বছর পর পুনরায় কি  অন্ধকারের আবর্তে   নিমজ্জিত  হতে চলেছে  আমাদের দেশ?  বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ‘ধর্মসংসদ’ নামক  এক সাম্প্রদায়িক মন্ত্রণা সভার আয়োজনের পর থেকে এই প্রশ্ন আবার নতুন করে উঠছে।  ধর্ম ও জাতপাতের  নামে  ধনী-দরিদ্রের বিভাজন গুলিয়ে দিতে চাইছে তারা। সেই ভাজক রেখার উপরে দাঁড়িয়ে তাঁরা হত্যা করেছে আকলাখ থেকে পহেলু খানের মতো নির্দোষ সহনাগরিকদের। হিন্দুত্বের মতাদর্শে বিশ্বাসী মৌলবাদী শক্তি  তাদের গোপন অ্যাজেন্ডাগুলিকে  ক্রমশ প্রকাশ্যে নিয়ে আসছে। পুনরায় রামমন্দির নির্মাণের হুঙ্কার তুলে  উগ্র হিন্দুত্বের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বি জে পি জোটের কয়েক বছরের শাসনকালে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ও দেশের মানুষ। অথচ ‘হিন্দুত্ব’ ও হিন্দুধর্ম এক নয়।  হিন্দুত্ব প্রকৃত পক্ষে একটি রাজনৈতিক দর্শন। স্বামী বিবেকানন্দ,  স্বামী রামতীর্থের মতো মানুষ কখনো হিন্দুত্ব শব্দ ব্যবহার করেননি।  প্রশ্ন উঠছে,  হিন্দুত্বের  মধ্য দিয়ে   কি সুদিন  পাওয়া সম্ভব? নাকি  এ আসলে   সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অঘোষিত অর্থনৈতিক অবরোধ নামিয়ে আনার সুপরিকল্পিত কর্মসূচি? এ সম্পর্কে বোঝাপড়া স্পষ্ট করতে পড়তে হবে এই বই।    

সাম্প্রদায়িকতা ও বর্তমান ভারত
গৌতম রায়। রূপালী। সুভাষপল্লী। খলিসানি। চন্দননগর -৭১২১৩৮। ২৫০টাকা'

Comments :0

Login to leave a comment