সাহাগঞ্জের ডানলপ কারখানার শতাব্দী প্রাচীন সীমানা পাঁচিল ভেঙে পড়ল কালবৈশাখীর ঝড়ে। সাহাগঞ্জ থেকে জি টি রোডের সংযোগকারী রাস্তা বন্ধ, বন্ধ নন্দী বাজার।
মঙ্গলবার রাতে গাছ পড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে লন্ডভন্ড অবস্থা। জেসিবি মেশিন দিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে বাঁশবেড়িয়া পৌরসভা। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
সোমবার বিকেলের পর হঠাৎই কালবৈশাখী দেখা যায় হুগলিতে। দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি নামে। সাহাগঞ্জের দিকে বন্ধ ডানলপ কারখানার এখনো বেশ কিছুটা এলাকা পাঁচিল ঘেরা রয়েছে।
কালবৈশাখীর ঝড়ে সেই পাঁচিলের একটা অংশ হুড়মুড় করে ভেঙে পড়ে। একটা প্রাচীন অশ্বত্থ গাছ গাছ ভেঙে পড়ে বিদ্যুতের তারে। কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে রাস্তায়। পাঁচিলের পাশেই ডানলপের বহু প্রাচীন নন্দী বাজার রয়েছে সেই বাজারও বন্ধ হয়ে যায় এই বিপর্যয়ে।
Comments :0