বই — মুক্তধারা
লেখাপড়ায় বিকল্পের সন্ধানে
সুবিনয় মিশ্র
১৪ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
কিছুদিন আগেও এইরাজ্যে শিক্ষাব্যবস্থার অগ্রগতি একটা বাড়তি মর্যাদা যোগ করেছিল।এখন শিক্ষায় উলটো যাত্রা শুরু হয়েছে তৃণমূল সরকারের আমলে। কিন্তু আমজনতার এ নিয়ে মাথাব্যথা প্রায় নেই। কারণ উৎকৃষ্ট শিক্ষার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট তাদের সামনে সেভাবে নেই। এই ছোট্ট বইতে সেকথা আছে। আর আছে ২০২০র নয়া শিক্ষানীতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। সেখানে দেখানো হয়েছে মোদী সরকারের আমলে কীভাবে শিক্ষায় লকডাউন নামিয়ে আনা হয়েছে এবং কীভাবে জিজ্ঞাসা রহিত একটি সমাজ তৈরির চেষ্টা চলছে যেখানে থাকবে কেবল আরএসএসের পাঁচন গেলা অনুগত চেতনাবিহীন কিছু সস্তার শ্রমিক। লেখকের প্রশ্ন তাহলে আবারও কি আমরা বিচ্ছন্নতার শিক্ষানীতিতে ফিরে যাচ্ছি? কেন, সেকথা জানতে হলে দেখতে হবে এই বই।
লেখাপড়ায় লকডাউন : বিকল্পের খোঁজে
সৃজন ভট্টাচার্য্য।ন্যাশনাল বুক এজেন্সি। ৫৫ টাকা।
Comments :0