বই | মুক্তধারা
নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু
প্রদোষকুমার বাগচী
জনগণের মধ্য থেকে বিপুল শক্তি অর্জন করে উদ্ধত পদচারণার মধ্য দিয়ে জার্মানিতে নাৎসিবাদ সভ্যতাকে প্রায় ধ্বংসের
মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছিল। কেমন ছিল সেই নাৎসিবাদের প্রকৃত চেহারা, ইহুদিবাদ ও কমিউনিজম বিরোধিতাকে
তীব্র করে, রাজনীতির চোরাপথে শঠতা, মিথ্যাচারের মধ্য দিয়ে অগ্রসর হতে হতে কেমন করেই বা ঘটে চলেছিল তার
বিস্ময়কর সাফল্য, আবার সেই সাফল্য অর্জনের পরেও বিপুল শক্তিধর নাৎসি জার্মানিরই বা কি করে ঘটে গেল অমন
শোচনীয় বিপর্যয় — এই প্রসঙ্গ নিয়ে সম্প্রতি প্রকাশিত হলো বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা নতুন বই ‘‘নাৎসি জার্মানির
জন্ম ও মৃত্যু’’।
নিবিড় অধ্যয়নের মধ্য দিয়ে অগ্রসর হয়েই বিংশ শতাব্দীতে নাৎসি জার্মানির উত্থান ও তার বিপর্যয়ের কারণগুলিকে
তুলে ধরেছেন লেখক তাঁর ১০৭ পৃষ্ঠার এই বইটিতে। যা সম্প্রতি প্রকাশিত হয়েছে ন্যাশনাল বুক এজেন্সি থেকে। ১৬টি
অধ্যায়ে বিন্যস্ত সেই আলোচনার মধ্যে রয়েছে নাৎসিদলের উত্থান ও পতনের তথ্যনির্ভর, নির্মোহ ও সুস্পষ্ট বিশ্লেষণ।
একই সঙ্গে লেখক সতর্ক করে দিয়েছেন এই বলে যে নাৎসিরা আজ ইতিহাসে পরিণত হলেও, এমনকি হিটলার ও
তার সাঙ্গপাঙ্গরা সভ্য সমাজে বিকৃত মস্তিষ্কের শয়তানের দল হিসাবে চিহ্নিত হলেও, যে আর্থ-সামাজিক কাঠামো
ফ্যাসিবাদ ও যুদ্ধোন্মাদনার জন্ম দিয়েছিল তা পরাস্ত হয়নি।
আজও যুদ্ধের জিগির তোলা হচ্ছে নানাভাবে, যুদ্ধাস্ত্রও বাড়ছে ক্রমাগত। যুদ্ধ পরিকল্পনা ঘণীভূত হচ্ছে। হিরোশিমার
অপরাধীরা বসে নেই । আরও বড় পরিকল্পনায় তারা ব্যস্ত। গত বিশ্বযুদ্ধে নাৎসিবাদী যুদ্ধবাজরা মানুষের জীবনে চরম
অত্যাচার নামিয়ে এনেছিল। সেসময়ে ভয়ংকর অভিজ্ঞতা হয়েছিল মানুষের । বহু জনপদ ও জীবন ধ্বংস হয়েছিল।
মানুষকে সচেতন করতে এবং সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা আজকের দিনে রাজনৈতিক মতামত নির্বিশেষে সকলের
ঘরে ঘরে পৌঁছে দিতে বুদ্ধদেববাবুর এই সাম্প্রতিক প্রয়াস। ঘটনার সঙ্গে সাযুজ্য রেখে ১৬ পাতার ঝকঝকে ছবি বইটিকে
মনোগ্রাহী করে তুলেছে। পরিশেষে যুক্ত হয়েছে একটি ঘটনাপঞ্জি, যার মধ্যে ফুটে উঠেছে ১৮৮৯ সালে অস্ট্রিয়াতে
হিটলারের জন্ম থেকে শুরু করে ১৯৪৬ সালের ডিসেম্বরে ন্যুরেমবুর্গে যুদ্ধাপরাধীদের শাস্তিদান পর্যন্ত ঘটনাবলির বিস্তারিত
রূপরেখা। দেশের নানা প্রান্তে জাতিগত বিশুদ্ধতার নামে ফ্যাসিবাদী প্রবণতা কিভাবে মাথাচাড়া দিয়ে ওঠে সেকথা
জানতেও সহায়ক হবে এই বই।
নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু
বুদ্ধদেব ভট্টাচার্য।ন্যাশনাল বুক এজেন্সি। ১২এ, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট। কলকাতা-৭০০ ০৭৩। ১০০টাকা।
Comments :0