SIR WEST BENGAL

মৃত ব্যক্তির এসআইআর ফর্ম দিয়ে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা, ডানকুনিতে গ্রেপ্তার বাংলাদেশি যুবক

জেলা

মৃত ব্যক্তির এসআইআর ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবকের। ধরা পড়তেই পুলিশের হাতে তুলে দিল মৃত ব্যক্তির আত্মীয় ও প্রতিবেশীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা হুগলির ডানকুনি পৌরসভার ২০ নং ওয়ার্ডের মাথুরডাঙি এলাকায়।

জানা গেছে, ২০১৫ সালে মারা যান মহসিন খান, সেই নামেই এসআইআর ফর্ম ফিলাপ করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম। মৃত মহসিন খানের দাদা মাইদুল খান জানতে পারেন মৃত ভাইয়ের এসআইআর ফর্ম ফিলাপ করে জমা দিয়েছেন বাংলাদেশি যুবক নাদিম এবং তা গ্রাহ্য করেছে নির্বাচন কমিশন। এরপরই এলাকায় শোরগোল পরে যায়। অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিমের দাবি ১৫ বছর ধরে ডানকুনিতে বসবাস করছেন, চার হাজার টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ড তৈরি করেন এবং বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলার সময় মৃত মহসিনের গণনা ফর্ম জোগাড় করেন টাকার বিনিময়ে এবং তা ফিলআপ করে নিজের ছবি লাগিয়ে জমাও দিয়েছেন।

ঘটনা জানাজানি হতেই বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় মাথুরডাঙি এলাকায়। বাংলাদেশি যুবক নাদিমকে আটকে রাখেন এলাকার বাসিন্দারা। পুলিশে খবর দেওয়া হলে ঘটনা স্থলে আসে ডানকুনি থানার পুলিশ। পুলিশ এসে নাদিমকে আটক করে থানায় নিয়ে যায়।
কী ভাবে অন্য এক মৃত ব্যক্তির ভোটার কার্ড ব্যবহার করে এসআইআর তালিকায় নাম তোলার পরিকল্পনা করেছে সে, এর সঙ্গে কারা জড়িত নাদিমকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা চালাচ্ছে ডানকুনি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে নথি জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। নাদিম সরদারকে ভুয়ো ভোটার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে রবিন চক্রবর্তী নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি গোবরা শিবতলা এলাকায়।  

 

Comments :0

Login to leave a comment