Barasat Medical College and Hospital

বারাসত হাসপাতালে নাবালিকার শ্লীতাহানির অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

রাজ্য

চিকিৎসা চলাকালীনই এবার শ্লীলতাহানির শিকার হলেন এক নাবালিকা। ঘটনা বারাসত হাসপাতালে। নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার তৃতীয় বর্ষের এক চিকিৎসক। বিহারের বাসিন্দা অভিযুক্তের নাম দীননাথ কুমার। বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের বয়েজ হোস্টেলেই থাকতেন। ঘটনার তদন্তে নেমে বারাসত থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
হাসপাতাল সূত্রে খবর,  এপেন্ডিক্স অপারেশন চলাকালীন ওই নাবালিকাকে শ্লীলতাহানি করা হয়। পরে ঘটনা পরিবারকে জানায় ওই নাবালিকা। পরিবারের তরফে থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্ত ওই চিকিৎসকের বিরুদ্ধে পকস আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments :0

Login to leave a comment