DYFI Protest

চাকরি চুরির প্রতিবাদে যুবদের বিক্ষোভ বর্ধমানে

জেলা

DYFI Protest


তৃণমূল বিধায়কের লেটারহেডে চাকরির সুপারিশ ফাঁস হবার পর বর্ধমান উত্তর বিধানসভায় ক্ষোভে ফেটে পড়লেন যুবক-যুবতীরা। বর্ধমান উত্তরের বিধায়কের চাকরি কেলেঙ্কারির সামনে আসায় বুধবার বর্ধমান-কালনারোড অবরোধ করা হয়। পুলিশ ও র‌্যাফ নামিয়েও আন্দোলন থেকে বিরত করতে পারেনি। এদিন ডিওয়াইএফআই বর্ধমান সদর ১, ও ২ আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে নবস্থা পঞ্চায়েত মোড় আউশাতে বিক্ষোভ মিছিল ও সভা হয়। বিশাল জমায়েতের মধ্য দিয়ে ডিওয়াইএফআই’র এই কর্মসূচিতে এলাকার মানুষও যোগদেন। মিছিল হয়, বিক্ষোভসভা হয়, জনতার ক্ষোভকে সঙ্গে নিয়ে দীর্ঘ ১ ঘন্টা ধরে পথ অবরোধ ও দুর্নীতিগ্রস্ত বিধায়কের কুশপুতুল দাহ করেন গনতান্ত্রিক যুব ফেডারেশন’র কর্মীরা। নেতৃত্বে ছিলেন জেলা সম্পাদক অয়নাংশু সরকার, জেলা সভাপতি অমিত মণ্ডল, যুব নেতা চন্দন সোম, চন্দন ভট্টাচার্য ছাড়াও কল্যান হাজরা সহ জেলা যুব নেতৃত্বগণ। 
এদিন বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূলের বিধায়ক নিশীথ মালিকের চাকরীর সুপারিশের চিঠি সামনে আসতেই ক্ষোভে উত্তাল হয়ে ওঠে এই বিধানসভা কেন্দ্রের মানুষ। ডিওয়াইএফআই যুবক-যুবতীদের সংগঠিত করে নিয়োগ কেলেঙ্কারির বিরুদ্ধে মিছিল ও রাস্তা অবরোধ করার সময় প্রচুর পুলিশ ও র‌্যাফ মোতায়েন করা হয়েছিল কিন্তু জনতার মেজাজ দেখে পুলিশ এই কর্মসূচিতে বাধা দেবার সাহস দেখায়নি।

Comments :0

Login to leave a comment