ABTA Conference

স্বচ্ছ নিয়োগের দাবিতে লড়াইয়ের ডাক শিক্ষক সম্মেলনে

রাজ্য

ABTA Conference Murshidabad এবিটিএ’র মুর্শিদাবাদ জেলা সম্মেলনে দীপ্সিতা ধর।

স্কুল, মাদ্রাসায় সার্ভিস কমিশনের মাধ্যমে স্বচ্ছভাবে স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবকদের নিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান উঠে এল এবিটিএ মুর্শিদাবাদ জেলা সম্মেলনে। বহরমপুর রবীন্দ্রসদনে শনিবার শুরু হয়েছল সম্মেলন। রবিবার সম্মেলন শেষ হয় । সম্মেলন থেকে ৮৭ জনের নতুন জেলা কমিটি গঠিত হয়েছে।


শনিবার প্রকাশ্য সমাবেশের পর সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদক সুকুমার পাইন। দুলাল দত্তের সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন ২১  জন প্রতিনিধি। শিক্ষক শিক্ষিকাদের আলোচনায় উঠে আসে জেলার স্কুল, মাদ্রাসাগুলির বেহাল দশার কথা। শিক্ষকের অভাবে ধুঁকছে গ্রামের স্কুল, মাদ্রাসাগুলি। শিক্ষার দিকে দৃষ্টি নিয়ে সরকারের। অন্য কাজে নিয়োগ করা হচ্ছে শিক্ষকদের। এতে ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রদেরই। শিক্ষকদের আলোচনায় উঠে আসে মাদ্রাসায় ভুতুড়ে শিক্ষক নিয়োগের চক্রান্তও। এবিটিএ নেতৃত্ব বলেন, মাদ্রাসায় স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের কোনও সদিচ্ছা নেই সরকারের। তাই দুর্নীতি নিয়ে নীরব সরকার। শিক্ষকরা জানান,  স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতিতে  মুখ পুড়েছে শিক্ষক সমাজের। আক্রান্ত রাজ্যের শিক্ষা, সংস্কৃতি। নিয়োগের দাবিই এই মুহূর্তে শিক্ষকদের মুখ্য দাবি।


এদিন সম্মেলনের মঞ্চে জাতীয় শিক্ষা নীতির বিষয়ে আলোচনা করেন এসএফআই নেত্রী দীপ্সিতা ধর। তিনি বলেন, নয়া শিক্ষা নীতির মাধ্যমে শিক্ষাকে গরিব, মধ্যবিত্ত, সংখ্যালঘু , দলিত, শ্রমজীবী অংশের মানুষের আওতার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যেও পিপিপি মডেলে শিক্ষাকে বিক্রি করে দিচ্ছে রাজ্য সরকার। সরকারি শিক্ষানীতি নিয়ে বিজেপি, তৃণমূল কংগ্রেসে কোন ফারাক নেই।
রাজ্যের শিক্ষার পরিবেশ, যুবক যুবতীদের কর্মসংস্থান নিশ্চিত করতে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
রবিবার  সম্মেলনকে অভিনন্দন জানিয়ে আলোচনা করেন সংগঠনের রাজ্য সভাপতি  কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য , প্রাক্তন রাজ্য সভাপতি বদরুদ্দোজা খান ।  
 


 

Comments :0

Login to leave a comment