তামিলনাড়ুর শিবাকাশীতে বাজি কারখানায় বিস্ফোরণে নিহত আট জন শ্রমিক। বৃহস্পতিবার তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবাকাশীর সেঙ্গামালাপট্টির কাছে একটি বাজি কারখায় বিস্ফোরণে পাঁচ মহিলা সহ আটজন শ্রমিক নিহত হয়েছেন। বাজি কারখানায় অনেক শ্রমিক সেই সময় কাজ করছিলেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। বিস্ফোরণের ঘটনায় ১০ জনের বেশি শ্রমিক আহত হয়েছেন। পুলিশ ও দমকলের কর্মীরা আহতদের উদ্ধার করে শিবকাশীর সরকারি হাসপাতালে নিয়ে যায়। পুলিশের এক আধিকারীক জানিয়েছেন, বাজি কারখানাটি লাইসেন্সপ্রাপ্ত, আগুন লাগার কারণ খুঁজে বের করা হচ্ছে। যে সাতটি ঘরে বাজি মজুত ছিল তা সম্পূর্ণ পুড়ে গেছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতী দ্রৌপদী মুর্মু।এক্স-এ একটি পোস্টে রাষ্ট্রপতি বলেছেন, “তামিলনাড়ুর শিবাকাশীর কাছে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে বহু মানুষের প্রাণহানির বিষয়ে জানতে পেরে আমি দুঃখিত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি”। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, এই ঘটনায় শোক প্রকাশ করে, জেলা প্রশাসনকে আহতদের যথাযথ চিকিৎসা করার নির্দেশ দিয়েছেন। চেন্নাইতে থেকে এক বিবৃতিতে তিনি জেলার আধিকারীকদের নির্দেশ দিয়েছেন আহতদের জন্য উপযুক্ত জীবন রক্ষাকারী চিকিৎসা নিশ্চিত করতে। শোকাহত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করে তিনি বলেছেন, রাজ্য সরকার নির্বাচন কমিশনের কাছ থেকে যথাযথ সম্মতি পাওয়ার পরে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে ত্রাণ দেবে যেহেতু আদর্শ আচরণবিধি ৪ জুন পর্যন্ত বলবৎ রয়েছে।
Tamil Nadu Blast
তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৮
×
Comments :0