BOARD EXAM TIMING

পরীক্ষার সময় এগনো হচ্ছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে

রাজ্য

ছবি প্রতীকী।

পরীক্ষার সময় অনেকটাই এগিয়ে আনা হচ্ছে দুই বড় পরীক্ষায়। মাধ্যমিক ২ ঘন্টা এগিয়ে আনা হবে। উচ্চমাধ্যমিক ২ ঘন্টা ১৫ মিনিট এগিয়ে আনা হচ্ছে। 

পরীক্ষার দিন অপরিবর্তিত থাকলেও সময়ের এই পরিবর্তনের সিদ্ধান্ত নবান্নে বিশেষ বৈঠকে হয়েছে বলে জানা যাচ্ছে। 

নতুন সূচি অনুযায়ী ১১.৪৫ মিনিটের বদলে মাধ্যমিক শুরু সকাল ৯.৪৫ মিনিটে। উচ্চমাধ্যমিক বেলা ১২টার পরিবর্তে সকাল ৯.৪৫ মিনিটে। 

জানা গিয়েছে নবান্নে পর্ষদ ও সংসদের সঙ্গে রাজ্য প্রশাসনের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের ২ ঘন্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর নির্দেশিকা আকারে পরে জারি হবে বলে জানা গিয়েছে। বস্তুত পরীক্ষা শুরুর খানিক আগেই পৌঁছাতে হয় পরীক্ষার্থীদের। 

কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি এই প্রসঙ্গে বলেন, ‘‘পরীক্ষা সূচি মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত টেস্ট পেপারে ইতিমধ্যেই ছেপে বের করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের কাছে তা পৌঁছেও গেছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার এভাবে সময়সূচী পরিবর্তন সামনে থাকা পরীক্ষার্থীদের কাছে আদৌ পৌঁছবে কিকোন দরকার ছিল এই পরিবর্তনেরপরীক্ষার মতো সংবেদনশীল বিষয়ে পর্ষদ এবং সংসদ কর্তৃপক্ষের এত অস্থিরতা পরীক্ষার্থী মহলে উদ্বেগ তৈরি করবে।’’

Comments :0

Login to leave a comment