india lost in Border Gavaskar

বর্ডার গাভাস্কার দ্বিতীয় টেস্টে হার রোহিতদের

খেলা

বর্ডার গাভাস্কার দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১৭৫ রানে। প্যাট কামিংসদের লক্ষ্য ছিল মাত্র ১৯ রানের। বিনা উইকেট ম্যাক্সসুইনি ও ওসমান খোয়াজার ওপেনিং জুটিই তুল নেয় জয়ের প্রয়োজনীয় রান। ১০ উইকেটে বড় হার ভারতের। ব্যাটিং বিপর্যয়ের বড় কারণ প্যাট কামিংসের দুর্দান্ত বোলিং । রাহুল , নীতিশ , অশ্বিন ও হর্ষিতকে আউট করেন অধিনায়ক। নিতিশ করেন ৪২ রান । অস্ট্রেলিয়া জেতায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এইমুহূর্তে ১-১।

Comments :0

Login to leave a comment