বর্ডার গাভাস্কার দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১৭৫ রানে। প্যাট কামিংসদের লক্ষ্য ছিল মাত্র ১৯ রানের। বিনা উইকেট ম্যাক্সসুইনি ও ওসমান খোয়াজার ওপেনিং জুটিই তুল নেয় জয়ের প্রয়োজনীয় রান। ১০ উইকেটে বড় হার ভারতের। ব্যাটিং বিপর্যয়ের বড় কারণ প্যাট কামিংসের দুর্দান্ত বোলিং । রাহুল , নীতিশ , অশ্বিন ও হর্ষিতকে আউট করেন অধিনায়ক। নিতিশ করেন ৪২ রান । অস্ট্রেলিয়া জেতায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এইমুহূর্তে ১-১।
india lost in Border Gavaskar
বর্ডার গাভাস্কার দ্বিতীয় টেস্টে হার রোহিতদের
×
Comments :0