RAJBANGSHI MAMATA

রাজবংশীদের অবমাননার প্রতিবাদ একযোগে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হবে মামলা

রাজ্য জেলা

শুক্রবার ধূপগুড়ির জনসভায় বক্তব্য রাখছেন অধীর চৌধুরী। মঞ্চে মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, ঈশ্বর রায় সহ নেতৃবৃন্দ। ছবি: প্রবীর দাশগুপ্ত

রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবে সিপিআই(এম)। থানায় থানায় এফআইআর করা হবে। শুক্রবার ধূপগুড়িতে এই সিদ্ধান্ত জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এখানে জনসভায় মুখ্যমন্ত্রীর এমন তুলনার কড়া প্রতিবাদ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও।

সেলিম বলেছেন, ‘‘রাজবংশীরা তপশলি জাতিভুক্ত। তাঁদের অমর্যাদা আচমকা করে ফেলেননি মমতা ব্যানার্জি। বুঝেশুনেই করেছেন। আরএসএস’কে বার্তা দিয়েছেন, ‘আমি তোমাদেরই লোক।’ এই আরএসএস মনুস্মৃতির নির্দেশকে সামাজিক বিচারের মানদণ্ড বলে বিশ্বাস করে। যেখানে এই অংশে মানুষকে ঈশ্বরে নিম্ন অংশে থেকে সৃষ্টি বলা হয়। এই বচন আসলে জাতবিচারের, ভাগাভাগির।’’ 

৫ সেপ্টেম্বর উপনির্বাচন এই কেন্দ্রে।

সেলিম মনে করিয়েছেন যে বিভিন্ন সময় এই মুখ্যমন্ত্রী জনসভায় নিজের ‘ব্রাহ্মণ’ পরিচয়ের প্রচার করেছেন। তিনি জানান যে দলিত শোষণ মুক্তি মোর্চার নেতা এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোম হাইকোর্টে মামলা দায়ের করবেন। 

সেলিম বলেন, ‘‘আদালতে জবাবদিহি করতে হবে মুখ্যমন্ত্রী। আইনজীবী এবং সাংসদ বিকাশ ভট্টাচার্যের সঙ্গে কথা হয়েছে। দেশের আইন অনুযায়ী তপশিলি, আদিবাসীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা যায় না। তার আগে জনতার আদালতে আমরা এসেছি। প্রতিবাদ জানাতে হবে সকলকে।’’ 

শুক্রবার ধূপগুড়ির ডাকবাংলো মাঠে উপনির্বাচনে বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম) প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের সমর্থনে হয়েছে জনসভা। এখানেই অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করেন। তিনি বলেন, ‘‘রাজবংশীরা আমাদের বাংলার সম্পদ। তাঁদের অবমাননা করবেন না।’’ 

সেলিম এবং অধীর চৌধুরী, দু’জনেই এদিন বিজেপি এবং তৃণমূলের ভাগাভাগির রাজনীতির প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তাঁরা বলেছেন, হিন্দু-মুসলিম, আদিবাসী-কুড়মি, উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ, মতুয়া-রাজবংশী- সমাজকে নানা সমীকরণে ভাঙা লুটের সাম্রাজ্য বহাল রাখার কৌশল। একজোটে প্রতিরোধে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে এদিনের সমাবেশ। 

(শুক্রবার ধূপগুড়ির জনসভায় বক্তব্য রাখছেন অধীর চৌধুরী। মঞ্চে মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, ঈশ্বর রায় সহ নেতৃবৃন্দ। ছবি: প্রবীর দাশগুপ্ত)

Comments :0

Login to leave a comment