20 May Strike

২০ মে’র ধর্মঘটের সমর্থনে প্রস্তাব পাশ মাদুরাইতে

জাতীয়

মাদুরাইতে পার্টি কংগ্রেসকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিরোধের বার্তা।

ট্রেড ইউনিয়ন আন্দোলন, শ্রমিক শ্রেণির সংগঠিত শক্তিকে দুর্বল করতেই পাশ হয়েছে শ্রম কোড। দেশি-বিদেশি বৃহৎ কর্পোরেটের হাতে অবাধ শোষণের সুযোগ করে দেওয়া হয়েছে। শ্রমিকদের কার্যত দাসে রূপান্তরিত করার ব্যবস্থা হয়েছে। 
চার শ্রম কোড বাতিলের দাবিতে ২০ মে দেশজুড়ে ধর্মঘটের আহ্বানকে সমর্থন করে একথা বলেছে সিপিআই(এম) ২৪ তম পার্টি কংগ্রেস। বুধবার সমর্থন জানিয়ে পাশ হয়েছে প্রস্তাবও। শ্রম কোড বাতিলের দাবি জানানো হয়েছে। 
এদিন আরএসএস এবং বিজেপি’র সাম্প্রদায়িক আক্রমণ প্রতিহত করার লক্ষ্যেও পাশ হয়েছে প্রস্তাব। 
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ এবং স্বাধীন সর্বভারতীয় ক্ষেত্রগত ফেডারেশনসমূহের যৌথ মঞ্চ ধর্মঘটের ডাক দিয়েছে। পার্টি কংগ্রেসে গৃহীত প্রস্তাবে ধর্মঘটকে পূর্ণ এবং সক্রিয় সমর্থন জানানো হয়েছে। 
প্রস্তাবে বলা হয়েছে, তথাকথিত শ্রম আইন সংস্কারের নামে ২৯টি শ্রম আইনকে বাতিল করা হয়েছে। সরকারের দাবি যে চারটি শ্রম কোডে এই সব আইনের মর্ম অন্তর্ভুক্ত হয়েছে। আসলে এই পদক্ষেপ নয়া উদারনীতির দাওয়াই। যে নীতিকে আগ্রাসী ভঙ্গিতে কার্যকর করে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আসল উদ্দেশ্য, বহু সংগ্রাম চালিয়ে শ্রমজীবীর অর্জিত সব অধিকার কেড়ে নেওয়া। কাজের সময় থেকে ন্যূনতম মজুরি, সামাজিক সুরক্ষার পাশাপাশি ধর্মঘটের মতো শ্রমিকশ্রেণির যৌথ সংগ্রামের সব অধিকার কেড়ে নেওয়া।
প্রস্তাবে বলা হয়েছে, মোদী সরকার ইউএপিএ, পিএমএলএ এবং ভারতীয় ন্যায় সংহিতাকে ব্যবহার করে শ্রমজীবীর ন্যূনতম অধিকারকে দমন করছে। শ্রম দপ্তরে যৌথ ভাবে অভিযোগ জানানোর মতো ভূমিকাকেও ন্যায় সংহিতার ১১১ ধারায় ‘সংগঠিত অপরাধ’ বলা হয়েছে। ট্রেড ইউনিয়ন নেতাদের জামিন অযোগ্য ধারায় জেলে বন্দি করে রাখা হচ্ছে। 
প্রস্তাবে বলা হয়েছে, ‘সহজে ব্যবসা’ নীতি অনুযায়ী শ্রমিক শ্রেণির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বলা হয়েছে, পুঁজিপতিদের স্বার্থে শ্রম অধিকার সংশোধনের প্রক্রিয়া উদারবাদের গোড়া থেকে শুরু হয়েছে। মোদী সরকার সেই ধারাতেই ২০১৯’র নির্বাচনে ফের সরকার গড়ে চার শ্রম কোড পাশ করেছে। সংগঠিত শ্রমিক আন্দোলনের তীব্র প্রতিরোধের জেরে এখনও সেই কোড কার্যকর করতে পারেনি। 
পার্টি কংগ্রেসে গৃহীত প্রস্তাবে সিপিআই(এম)’র সব কমিটি এবং শাখাকে সক্রিবভাবে ২০ মে’র সাধারণ ধর্মঘটকে সমর্থনের আবেদন জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment