কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ড্র। খেলাটি হচ্ছে বিএমও স্টেডিয়ামে লস এঞ্জেলেস গ্যালাক্সি বনাম ইন্টার মায়ামির মধ্যে। মেসিরা প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও লস এঞ্জেলেসের গোলরক্ষক হুগো লরিসের নির্ভরযোগ্য দস্তানায় তা ঠাঁই পেয়েছে ।
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে হার মেসির ইন্টার মায়ামির। লস এঞ্জেলেসের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধের ৫৭মিনিটে অর্ডাজের গোলে পিছিয়ে পড়েছিল মেসিরা। সেই গোলেই হার মেসিদের। আগামী ১০ এপ্রিল দ্বিতীয় পর্বের ম্যাচে ঘরের মাঠ চেস স্টেডিয়ামে মেসিরা নামবেন লস এঞ্জেলেস গ্যালাক্সির বিরুদ্ধে।
Comments :0