COPA DEL REY

কোপা দেল রের ফাইনালে বার্সা

খেলা

ATM-vs-FCB-CDR ছবি সৌজন্য - এফসি বার্সিলোনা অফিসিয়াল ফেসবুক পেজ

বৃহস্পতিবার রাতে কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে জয় পেলো বার্সিলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদকে তারা হারাল ১-০ গোলে। গোল করেন ফেরান তোরেস। দুই পর্ব মিলিয়ে মোট ৫-৪ গোলে জিতল বার্সিলোনা। আগামী ২৬এপ্রিল সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে ফাইনালে এল ক্লাসিকোতে নামবে বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদ।

Comments :0

Login to leave a comment