BRIGADE

ব্রিগেডের সমর্থনে মিছিল কাঁথিতে

জেলা ব্রিগেড

২০ এপ্রিল ব্রিগেড সমাবেশকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি -১ ব্লক এলাকায় প্রখর রৌদ্র কে উপেক্ষা করে মিছিল সংগঠিত করলেন কৃষক, খেতমজুর এবং অন্যান্য গণসংগঠনের কর্মী সমর্থকরা। ঘাটুয়া থেকে দুলালপুর অঞ্চল পর্যন্ত এক বিশাল শ্রমিক, কৃষক, খেতমজুর, বস্তি উন্নয়নের মিছিল। শ্রম ,কাজ ,বেকারের চাকরি ,দরিদ্র মানুষের ঘর, মজুরি বৃদ্ধির দাবির স্লোগান নিয়ে ,সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আওয়াজ তুলে ৬ কিলোমিটার পথ সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষের দৃপ্ত মিছিল লাল ঝাণ্ডা উঁচিয়ে গ্রামের ভেতর ,পাড়ায়, মহল্লার ভেতর দিয়ে কৃষক শ্রমিক ক্ষেতমজুর বস্তির বাসির দাবি তুলে এগিয়ে চলে। 

মিছিলে শেষে মাজনা বাজারে বক্তব্য রাখেন ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য চিত্ত দাস সহ অন্যান্যরা।

Comments :0

Login to leave a comment