CPIM

কেন্দ্রের বিপুল বঞ্চনা, কেরালার পাশে থাকার আহ্বানে প্রস্তাব পার্টি কংগ্রেসে

জাতীয়

বিকল্প নীতি নিয়ে চলছে কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার। কেন্দ্রের বিজেপি জোট সরকারের তা সহ্য হচ্ছে না। কেরালার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ জারি করেছে কেন্দ্রে সরকার। 
এই বঞ্চনার বিরুদ্ধে দেশজুড়ে সব অংশকে সোচ্চার হওয়ার আহবানে প্রস্তাব পাস হয়েছে সিপিআই(এম) ২৪ তম পার্টি কংগ্রেসে। 
বৃহস্পতিবার এই প্রস্তাব উত্থাপন করেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সমর্থন করেন ত্রিপুরার রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। 
প্রস্তাবে বলা হয়েছে যে কেন্দ্রের সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী মতাদর্শের বিরোধী কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার। কেন্দ্রের নয়া উদারবাদী নীতির বিকল্প পথে চলছে রাজ্য। একের পর এক বামপন্থী সরকার এ রাজ্যে সর্বাঙ্গীণ বৃদ্ধির নীতিতে পরিচালিত হয়েছে। ভূমি সংস্কার হয়েছে। ন্যূনতম মজুরি আইন, ট্রেড ইউনিয়নের অধিকার স্বীকৃত। সর্বজনীন শিক্ষার স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে রাজ্যের সরকার। ২০২৫-২৬ অর্থবর্ষে দারিদ্র দূর হবে। 
প্রস্তাবে বলা হয়েছে, বিজেপি জোট শাসন এই উদ্যোগ চায় না। রাজ্যপালের খবরদারি চলছে, প্রশাসনিক কারচুপি করা হচ্ছে রাজ্যের বিরুদ্ধে। রাজ্যের ক্ষমতা খর্ব করে বিধানসভায় পাস হওয়া বিল আটকে রাখা হচ্ছে। 
বলা হয়েছে যে কেন্দ্রীয় অর্থ কমিশন বরাদ্দ কমাচ্ছে। দশম কমিশনের সময়ে রাজ্যের প্রাপ্তি ছিল ৩.৯ শতাংশ। ১৫ তম কমিশনের সময়ে তা কমে হয়েছে ১.৯ শতাংশ। বিশেষ প্যাকেজে কিছু পায়নি কেরালা। ২০২৪-২৫ অর্থবর্ষে করের ভাগ হিসেবে ২৫ লক্ষ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। জনসংখ্যা অনুযায়ী কেরালার প্রাপ্য ৭০ হাজার কোটি টাকা। কিন্তু দেওয়া হয়েছে মাত্র ৩৫ হাজার কোটি টাকা। 
মাদুরাই পার্টি কংগ্রেসে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে যে দেশের সর্বত্র কেরালার প্রতি কেন্দ্রের এই বঞ্চনার চরিত্র ফাঁস করতে হবে। কেরালার পাশে দাঁড়াতে হবে সর্বস্তরের মানুষকে। পার্টির সব তর থেকে প্রচারের উদ্যোগ নিতে হবে।

Comments :0

Login to leave a comment