Malaysias

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইন লিক, জখম শতাধিক

আন্তর্জাতিক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের গ্যাস পাইপলাইনে লিক করে  শতাধিক মানুষ জখম হয়েছেন। ৫০টির বেশি বাড়িঘর আগুন লেগে ভশ্মীভূত হয়েছে। মলবার সকাল ৮টা ১০ মিনটি নাগাদ কুয়ালালামপুরের সেলানগর এলাকায় এই ঘটনা ঘটেছে বলে মালয়েশিয়ার প্রশাসন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পাইপলাইট মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল প্রতিষ্ঠান পেট্রোনাসের।  পুচং শহরে গ্যাস পাইপলাইনের প্রায় ৫০০ মিটার এলাকায় লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এই আগুনের লেলিহান শিখা কয়েক কিলোমিটার দূরে থেকেও দেখা গেছে। ঘটনাস্থলে আসে দমকলের অনেকগুলি ইঞ্জিন। আসে অতিরি দমকলকর্মী। তাদের কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ণে আসে। মালয়েশিয়ার প্রশাসনের তরফে জানানো হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় অত ১১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

Comments :0

Login to leave a comment