Indian Premier League

আইপিএলে ২০২৪ ফাইনালের পুনরাবৃত্তি

খেলা

KKR vs SRH IPL

বৃহস্পতিবার ইডেনে নামবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ । ঠিক যেন ২০২৪ ফাইনালের পুনরাবৃত্তি। তবে এবার দৃশ্য খানিকটা ভিন্ন। মুম্বইয়ের বিরুদ্ধে গত ম্যাচে ভাল পারফরমেন্স করতে পারেনি নাইটদের মিডল অর্ডার। ভেঙ্কটেশ আইয়ারের ব্যর্থতা চলছেই। প্রশ্ন উঠেছে রাহানের অধিনায়কত্ব নিয়েও। অন্যদিকে বড় রান করার ব্যাপারে সর্বদা এগিয়েই রয়েছে হায়দরাবাদ। হেনরিক ক্লাসেন , ট্রাভিস হেডরা রয়েছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৃহস্পতিবারও হেডকে আউট করতে ভরসা সেই বরুণই।। ইডেন গার্ডেন্সে খেলা শুরু সন্ধ্যা ৭: ৩০টায়।

Comments :0

Login to leave a comment