পরাধীন ভারতে আদিবাসী অধিকারের লড়াইয়ে শহীদ হয়েছিলেন আল্লুরি সীতারাম রাজু। শহীদ হয়েছিলেন একশো বছর আগে। বুধবার তাঁর স্মৃতিকে স্মরণ করে আরাকুতে প্রচার চালালো সিপিআই(এম)।
অন্ধ্র প্রদেশের চিন্তাপল্লে-আরাকু এলাকায় বিশাল মিছিল করেছে বামপন্থীরা। এই কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী আপ্পালা নরসা। তাঁর সমর্থনে মিছিলে অংশ নিলেন আদিবাসী বহু মানুষ। মিছিলে যোগ দেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত।
আরাকু লোকসভা কেন্দ্রের প্রার্থী নরসা এবং কুরুপম বিধানসভা কেন্দ্রের প্রার্থী এম রামান্নার প্রচারে দু’দিন এই এলাকাতেই রয়েছেন বৃন্দা কারাত। এখানে নির্বাচন ১৩ মে।
অন্ধ্রে লোকসভার ২৫ আসনের পাশাপাশি বিধানসভার ভোটও হবে। কারাত বলেছেন, ‘‘মোদীজীর গ্যাস বেলুন ফেটে গিয়েছে। আসন বাড়ার সম্ভাবনা তো দূর, আসন খোয়ানোর শঙ্কায় দিন গুনছেন বিজেপি নেতৃত্ব। বিদ্বেষ এবং ঘৃণা ঝরে পড়ছে স্বয়ং প্রধানমন্ত্রীর ভাষণে। আরও বেপরোয়া হচ্ছেন তিনি। জনপ্রতিনিধিত্ব আইন তো বটেই দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সংখ্যালঘুদের বেছে নিয়ে ঘৃণাভাষণ দিচ্ছেন। এর চেয়ে লজ্জার আর কিছু হয় না। কোনও প্রধানমন্ত্রীর মুখে এমন শোনা যায়নি।’’
কারাত বলেছেন, ‘‘সিপিআই(এম) নির্দিষ্ট তথ্য দিয়ে অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি। যেন মোদী আর সব নাগরিকের চেয়ে আলাদা। তার ক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে না।’’
এদিন আরাকুতে প্রচারে সিপিআই(এম) বলেছে, আদিবাসীদের অধিকারের লড়াই হয়েছে ব্রিটিশ ভারতেও। ব্রিটিশরা উচ্ছেদ চালিয়েছে আদিবাসী মানুষকে। তার প্রতিবাদে জ্বলে উঠেছে আগুন। আজও আদিবাসীদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হচ্ছে। ইউপিএ সরকারে সময়ে পাশ বনাঞ্চলে জমির অধিকার আইন কেবল খাতায় কলমে রয়ে গিয়েছে। বনাঞ্চল তুলে দেওয়া হচ্ছে কর্পোরেটের হাতে। এই অন্যায় রুখতে হবে আজ। নির্বাচনে জয়ী করতে হবে লাল ঝান্ডাকে।’’
ARAKU LOK SABHA CPI(M)
আরাকুর আদিবাসী এলাকায় সিপিআই(এম)’র মিছিলে জনস্রোত
×
Comments :0