Bengal Migrants Kerala

‘ভয় নেই, কেরালায় আপনারা অতিথি’, বাংলার শ্রমিকদের বলল সিপিআই(এম)

জাতীয়

কেরালার পেরুম্বাভুরে কর্মরত মুর্শিদাবাদের শ্রমিকদের নিয়ে সভা সিপিআই(এম)’র।

দেশের অন্য প্রান্তে এখন আক্রান্ত রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বাঙালি, সংখ্যালঘু পরিচয়ের জন্য হেনস্তা নিত্যদিনের ছবি। সেই সময়েই বিকল্প ছবি উঠে এল কেরালায়। রবিবার কেরালার পেরুম্বাভুরের নেতাজী পার্কে  সিপিআই(এম) নেতা কর্মীদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকরা। 
বাংলার শ্রমিকরা জানালেন, কেরালায় নিরাপদে কাজ করছেন তাঁরা। পাচ্ছেন সম্মানজনক মজুরি। পাচ্ছেন সামাজিক সুরক্ষা। হেনস্তা নয়। সরকার এখানে শ্রমিকের বন্ধু। 
করোনা কালে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের অবহেলা করেছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। 'করোনা এক্সপ্রেস' নামও দেওয়া হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। তারপর রাজ্যে কাজ না পেয়ে ফের কেরালায় ফিরেছেন শ্রমিকরা। রাজ্যে যখন কাজের অভাব। কেরালায় মিলছে কাজ। শ্রমিকদের আলোচনায় উঠে এল এই ছবিটাই।   
রবিবার কেরালায় পেরুম্বাভুরে কর্মরত মুর্শিদাবাদের ডোমকল এবং জলঙ্গী এলাকার  পরিযায়ী শ্রমিকদের নিয়ে এই সভা করেছে সিপিআই(এম)। 
সেই সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) পেরুম্বাভুর এরিয়া কমিটির সম্পাদক সিএম করিম, সিআইটিইউ নেতা নওশাদ এবং সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা সম্পাদকমন্ডলী সদস্য, ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান। 


সিএম করিম বলেছেন, কেরালায় পশ্চিমবঙ্গের শ্রমিকরা অতিথি। আপনারা সম্মানের সঙ্গে কাজ করুন। কেউ শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারবে না। কেরালায় কর্মরত পরিযায়ী শ্রমিকদের জন্য সরকারি সুবিধার কথাও তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন, শ্রমিকদের যে কোন সাহায্যে প্রস্তুত স্থানীয় সিপিআই(এম) এবং সিআইটিইউ কর্মীরাও। 
সভায় আলোচনা করেছেন কেরালায় কর্মরত পরিযায়ী শ্রমিক সুজন মণ্ডল, মইদুল ইসলামরা।
তাঁরা জানিয়েছেন, রাজ্যে যখন কাজ নেই। গ্রাম পঞ্চায়েত থেকে রাজ্য সরকার শুধুই দুর্নীতি করছে। সেই সময়ে কাজ মিলেছে কেরালায়। শ্রমিকরা স্পষ্টই বলেছেন, রাজ্যের তৃণমূল সরকার, কেন্দ্রের বিজেপি সরকার পরিযায়ী শ্রমিকদের খোঁজ রাখে না। শ্রমিকরা ভিন রাজ্যে আক্রান্ত হলে, দুর্ঘটনায় পড়লে রাজ্যের পঞ্চায়েত, বিডিও অফিসের কোনও সাহায্য পাওয়া যায় না। 
সভায় আলোচনায় সিপিআই(এম) মুর্শিদাবাদ জেলা সম্পাদকমণ্ডলী সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, রাজ্যে হোক বা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পাশে আছে লাল ঝান্ডার কর্মীরাই। তৃণমূল আর বিজেপি শ্রমিকদের মধ্যেও বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে। ধর্মের নামে, জাতের নামে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সবাইকে এককাট্টা হতে হবে।

Comments :0

Login to leave a comment