Tapas Saha

তাপস ঘনিষ্ঠের বাড়িতে হানা সিবিআই'র

রাজ্য

তেহট্টের বিধায়ক তাপস সাহা ঘনিষ্ঠ নাজিরপুরএর বাসিন্দা ইতি সরকারের বাড়িতে সিবিআই হানা দিল শনিবার। 

নদীয়ার তেহট্টের বিধায়ককে শুক্রবার টানা জেরা করেছে সিবিআই। নিয়োগ কেলেঙ্কারি মামলায় হাইকোর্টের রায়ে চলেছে জেরা। সিবিআই হানা দেয় এই তৃণমূল বিথায়কের বাড়িতেও। 

সকালে বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে সিবিআই আধিকারিকের দল  তাপস সাহার আপ্তসহায়ক প্রবীর কয়ালের বাড়ি বয়েরবান্ধা গ্রামে যান। সেখানে প্রবীরের স্ত্রী পায়েল কে জিজ্ঞাসাবাদ করে। 

তল্লাশি চালানোর পর ইতি সরকারের বাড়িতে হানা দেয় সিবিআই। 

এর আগে তৃণমূলের আরেক বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছে সিবিআই। জেরার মাঝে পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলেন জীবন। শুক্রবার তেহট্টের বিধায়ক তাপস সাহাকেও পুকুর পাড়ে পাওয়া যায়। 

বিপুল টাকার বিনিময়ে চাকরি কেলেঙ্কারিতে এসেছে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির নামও।  কেলেঙ্কারির জেরে যোগ্য চাকরিপ্রার্থীরা বঞ্চিত। কলকাতার রাস্তায় অবস্থান চালাচ্ছেন তাঁরা।

Comments :0

Login to leave a comment