হরিয়ানায় বিজেপি ও জননায়ক জনতা পার্টির (জেজেপি) মধ্যে বিভক্তির জল্পনার মধ্যেই মঙ্গলবার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর তার পদ থেকে পদত্যাগ করেছেন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় বিপাকে বিজেপি।
খট্টর ও তাঁর ক্যাবিনেট মন্ত্রী রাজভবনে গিয়ে রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়ের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাজ্যপাল পদত্যাগ গ্রহণ করেছেন।
যদিও বিজেপি নেতা কানওয়ার পাল গুর্জরের দাবি, ফের হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন খট্টর। কিন্তু তার কয়েক ঘণ্টা পরেই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নয়াব সিং সাইনির নাম ঘোষণা করা হয়।
এক্স-এ হিন্দিতে একটি পোস্টে খট্টর বলেন, ‘‘আমরা হরিয়ানায় যে বিশৃঙ্খলা দেখছি তা কৃষক, যুবক এবং কুস্তিগীরদের বিক্ষোভের ফলস্বরূপ এবং দেশেও একই ঘটনা ঘটতে চলেছে। সময় এসেছে পরিবর্তনের'।
Haryana
হরিয়ানায় বিজেপি জোটে ফাটলের সম্ভবনা
×
Comments :0