Mohun Bagan

সুযোগ নষ্ট ফুটবলের অংশ: হাবাস

খেলা

ওডিশাকে হারালেই মোহনবাগান সুপার জায়ান্ট উঠে আসতো শীর্ষস্থানে। কিন্তু ওডিশার ঘরের মাঠে আটকে গিয়ে সেই সুযোগ হাতছাড়া করল সবুজ মেরুন। হাবাসের প্রশিক্ষণে একটানা  পাঁচ ম্যাচে অপরাজিত থাকলেও, জয়ের হ্যাটট্রিক করার পর ফের পয়েন্ট নষ্ট বাগানের। ওডিশার কাছে ড্র করে বাগানে নেমে এল তৃতীয় স্থানে। ওডিশার বিরুদ্ধে মোহনবাগান জিতেই মাঠ ছাড়তে পারতো, যদি না সহজ সুযোগ নষ্ট করতেন আর্মান্দো সাদিকু। তবে ম্যাচের পর সাদিকুর কোনও দোষ দেখছেন না হাবাস। তাঁর দিকে হাবাসের পূর্ণ সমর্থন রয়েছে। হাবাসের কথায়, ‘এটা ফুটবলের অংশ। যে কোনও ফুটবলারের সঙ্গে হতে পারে। আমরা এই ম্যাচে তিনটি সহজ সুযোগ নষ্ট করেছি। ঠিক আছে। ফুটবলারদের উপর পূর্ণ আস্থা রয়েছে আমার।’ হাবাসের আরও সংযোজন, ‘ফুটবলারদের পারফরম্যান্সে আমি খুশি। তাঁরা চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে সেটা আমার ভালো লেগেছে। প্রথমার্ধের শেষের দিকে কুড়ি মিনিট ছাড়া আমরা বাকি সময়ে বল দখলে রেখেছি। সেটা ভালো দিক আমাদের জন্য।’
বড় ম্যাচের পর ফের আনোয়ার আলি ফিরলেন প্রথম একাদশে। আনোয়ার আলি প্রসঙ্গে হাবাস বলছেন,‘ চোট কাটিয়ে ফেরার পর আনোয়ার খুব ভালো খেলেছে। তবে আনোয়ারের খেলায় আরও উন্নতির প্রয়োজন। যেহেতু গত দু’মাসের মতো মাঠের বাইরে ছিল।’ বিপক্ষে শিবিরে দু’জন সুযোগ সন্ধানী স্ট্রাইকার ছিল রয় কৃষ্ণা ও দিয়েগো মৌরোসিও। তাঁদের আটকে দিয়েছে মোহনবাগান রক্ষণ। বহুদিন পর কোনও গোল হজম করেনি মোহনবাগান। যা ইতিবাচক দিক। হাবাসের প্রশিক্ষণে এবার এই প্রথম ক্লিনশিট রাখল মোহনবাগান। বলছেন, ‘বিপক্ষ দলে মৌরোসিও ও কৃষ্ণার মতো স্ট্রাইকার থাকায় আমাদের সতর্ক থাকতেই হতো, সেটা করে দেখিয়েছে আমাদের ফুটবলাররা, তাতে আমি খুবই খুশি।’

Comments :0

Login to leave a comment