Student Missing

মালদায় নিখোঁজ সপ্তম শ্রেণির পড়ুয়া

জেলা

 

নিখোঁজ হয়ে গেল মালদা শহরের এক সপ্তম শ্রেণির ছাত্র। থানায় অভিযোগ জানানো হলেও এখনও খোঁজ মেলেনি।

গত ১৫ ফেব্রুয়ারি মালদার কালিয়াচক ২ ব্লকের এক যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের খবরের শিরোনামে মালদা।

এবার নিখোঁজ পড়ুয়া। পুরাতন মালদা শহরের বালিয়া নবাবগঞ্জ এলাকা থেকে নিখোঁজ এক সপ্তম শ্রেণির পড়ুয়া। বুধবার সন্ধ্যার পর থেকে তার খোঁজ মিলছে না। বৃহস্পতিবার সকালেও অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। নিখোঁজের খোঁজে মালদা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। 

পুলিশ জানিয়েছে, নিখোঁজ ওই পড়ুয়ার নাম অঙ্কুশ সাহা(১২)। সে পড়াশোনা করত পুরাতন মালদার ৮ মাইলের একটি আবাসিক স্কুলে। সরস্বতী পুজোর ছুটিতে বাড়ি এসেছিল। বুধবার সন্ধ্যায় সাইকেল নিয়ে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে ওই ছাত্রের পরিবার। মালদা থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

 

Comments :0

Login to leave a comment