কলকাতা আন্তর্জাতিক বইমেলার চতুর্থ দিনে এসএফআইয়ের মুখপত্র ছাত্রসংগ্রামের বুক স্টল উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু। এছাড়াও উপস্থিত হয়েছিলেন যুব আন্দোলনের যুব আন্দোলনের সর্বভারতীয় প্রাক্তন শীর্ষ নেতা মহম্মদ সেলিম। ছাত্র সংগ্রামের পাশাপাশি যুবশক্তি স্টলেও উপস্থিত ছিলেন তাঁরা। এছাড়াও ছাত্র সংগ্রামের স্থলে উপস্থিত ছিলেন এসএফআই প্রাক্তন রাজ্য সভাপতি সোমনাথ ভট্টাচার্য। প্রত্যেকেই সকলকে বই কিনতে ও বই পড়তে উৎসাহ প্রদান করেন।
বিমান বসুর সংকলিত বিভিন্ন লেখা বিশেষ প্রবন্ধের সংকলন 'আবহমান' প্রকাশ করেছে ছাত্রসংগ্রাম। সেই বই বিক্রি হচ্ছে এই ছাত্র সংগ্রামের স্টল থেকে এদিন বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমান বসু। তিনি বলেন, "বই একমাত্র সমাজ সম্পর্কে মানুষ সম্পর্কে সমসাময়িক রাজনীতি অর্থনীতি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করে। বই ছাড়া এর কোন বিকল্প নেই। বর্তমানে এ আই এর যুগ হলেও বই আমাদের প্রাথমিক জ্ঞান প্রদান করে। বইয়ের মাধ্যমে মানুষের সাথে খুব সহজেই সম্পর্কযুক্ত হওয়া যায়। তাই আমার আহ্বান থাকবে বিশেষ করে ছাত্র যৌবনের কাছে বই কিনুন, বই পড়ুন ও বই পড়তে উৎসাহ প্রদান করুন।"
Comments :0