INSAF JATRA JADAVPUR

এমন মিছিল বহুদিন পর, বলছে যাদবপুর

রাজ্য কলকাতা

যাদবপুরের রাস্তার দু’পাশে এমনই ভিড়।

প্রতীম দে

দশ বছর বয়সে যাদবপুরের মোড়ে বুদ্ধদেব ভট্টাচার্যের নির্বাচনী মহামিছিলে তাঁর হাতে গোলাপের তোড়া তুলে দিয়েছিলেন শ্রাবণী মন্ডল। রাজ্যের মুখ্যমন্ত্রী তখন বুদ্ধদেব ভট্টাচার্য। 
সেই শ্রাবণী মণ্ডল এখন কলেজ পাশ করেছেন। শুক্রবার তিনিই মীনাক্ষী মুখার্জিকে দেখে এগিয়ে এসে মালা পরিয়ে দিলেন। তারপর হাঁটলেন ইনসাফ যাত্রায়।
এদিন যাদবপুরের রাস্তায় জনতার ঢল ফিরিয়েছে বহু স্মৃতি। গড়িয়া থেকে যখন ইনসাফ যাত্রার শেষ মিছিল যাদবপুর দিকে শুরু হয় তখন রাস্তার একটি অংশ ধরে মিছিলটি চলছিল। কিন্তু সময় যত এগিয়েছে গড়িয়া মোড়, পদ্মশ্রী, বাঘাযতীন মোড়, যত পার করেছে ইনসাফ যাত্রা তত মানুষের ঢল নেমেছে। অবরুদ্ধ হয়ে যায় রাজা এসসি মল্লিক রোড।
বাঘাযতীন মোড়ের এক চা বিক্রেতা তাঁর এক ক্রেতাকে বললেন, "শেষ ২০১১ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের মিছিল দেখেছিলাম যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত। তখন সেই মিছিল এইরকম বড় মিছিল হয়েছিল। আজ আবার এত বছর পরে একটা মিছিল দেখলাম। তাও যুবদের ডাকে।"

Comments :0

Login to leave a comment