Passed away

প্রয়াত কমরেড তরুণ ভরদ্বাজ

রাজ্য

Passed away

শ্রমিক আন্দোলনের নেতা, সিপিআই (এম) কলকাতা জেলা কমিটির সদস্য কমরেড তরুণ ভরদ্বাজ রবিবার প্রয়াত হয়েছেন। তিনি বিদ্যুৎকর্মী আন্দোলনের জনপ্রিয় নেতা ছিলেন। বয়স হয়েছিল ৬৫। দীর্ঘ কয়েক মাস ধরেই তিনি ক্যাতন্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। কসবায় তাঁর বাড়িতেই এদিন বিকেলে তিনি প্রয়াত হন। কমরেড ভরদ্বাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিআইটিইউ’র সাধারণ সম্পাদক তপন সেন এবং সিপিআই(এম)’র কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার।
কমরেড ভরদ্বাজ ছাত্র, যুব আন্দোলনের মধ্যছ দিয়ে কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন। তিনি ক্যাালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনে চাকরি করার সুবাদে সেখানে শ্রমিক-কর্মচারীদের দাবিদাওয়ার আন্দোলনে যুক্ত হয়ে পড়েন। পরবর্তীতে সিইএসসি ওয়ার্কমেন্স ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সিআইটিইউ'র সর্বভারতীয় কমিটির সদস্য ও রাজ্য  কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। 
 

Comments :0

Login to leave a comment