Congress women gurantee

সরকারি কাজে সংরক্ষণ, প্রকল্প কর্মীরাও কংগ্রেসের ‘মহিলা ন্যায়’ গ্যারান্টিতে

জাতীয়

বুধবার মহারাষ্ট্রের ধুলেতে কংগ্রেসের জনসভা।

নারী ক্ষমতায়নে পদক্ষেপের প্রতিশ্রুতি দিল কংগ্রেস। বুধবার পাঁচ ‘মহিলা ন্যায়’ নিশ্চয়তার ঘোষণা করেছেন দলের নেতা রাহুল গান্ধী। বলা হয়েছে, সরকারি কাজে মহিলাদের ৫০ শতাংশ সংরক্ষণ চালু হবে। মিড ডে মিল, আশা ও অঙ্গনওয়াড়ি প্রকল্পের জন্য সরকারি বাজেট দ্বিগুন হবে। 
এদিন ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিয়ে প্রচারে মহারাষ্ট্রের একাধিক জায়গায় সভা করেন রাহুল ধুলে জেলায় সমাবেশও হয়। সেখানেই মহিলাদের জন্য পাঁচ নিশ্চয়তার ঘোষণা করেন কংগ্রেস নেতা। এর আগে যুবদের জন্য পাঁচ নিশ্চয়তার ঘোষণা করেছিল কংগ্রেস। 
রাহুল বলেছেন, ‘‘কেন্দ্রে সরকার গড়লে গরিব অংশের সব মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ১ লক্ষ টাকা জমা করা হবে।’’ সরকারি কাজে মহিলাদের ৫০ শতাংশ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘সংরক্ষণে ৫০ শতাংশের ঊর্ধ্বসীমা বদলাতে আনা হবে আইন।’’
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘‘দরিদ্র অংশের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১ লক্ষ টাকা করে বছরে দেওয়ার এই প্রকল্প ‘মহালক্ষ্মী নিশ্চয়তা’ বলে চালু করতে চায় কংগ্রেস।’’ এদিন কর্ণাটকের কালবুর্গিতে জনসভা করেছেন তিনি।
‘মোদী কা গ্যারান্টি’ প্রচারকে নিশানা করে তাঁর মন্তব্য, ‘‘কংগ্রেসের নিশ্চয়তা জুমলা নয়।’’ 
দলের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, মহিলাদের জন্য প্রতি জেলায় হস্টেল চালু হবে সাবিত্রী ফুলের নামে। বিশেষ আধিকারিক নিয়োগ করে চালু হবে নতুন বিভাগ। সেই বিভাগের কাজ হবে নিজেদের অধিকার এবং বিভিন্ন আইনি লড়াই সম্পর্কে মহিলাদের সচেতন করা। 
রাহুল বলেছেন, ‘‘গত বছর ভারত জোড়ো যাত্রা করেছিলাম আমরা। বহু মানুষের সঙ্গে কথা হয়েছে। কথা হয়েছে কৃষকদের সঙ্গে, যুব এবং মহিলাদের সঙ্গে। তাঁরা বলেছেন অন্যায় হচ্ছে বলেই চারদিকে ঘৃণার চাষ বাড়ছে। এ কারণে এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা করা হচ্ছে।’’
এদিনও রাহুল বলেছেন, ‘‘কৃষকদের ঋণ মকুব করে না সরকার। কিন্তু বড় বড় শিল্পমালিকদের ১৬ লক্ষ টাকা ঋণ মকুব করা হয়।’’ তিনি বলেন, ‘‘আসন সংরক্ষণের নামে মহিলাদের বোকা বানানোর চেষ্টা হচ্ছে। আইন পাশ হয়েছে, কিন্তু বিজেপি সরকার বলছে দশ বছরের আগে চালু হবে না। কংগ্রেস সরকার গড়লে সঙ্গে সঙ্গে চালু হবে মহিলা সংরক্ষণ।’’

Comments :0

Login to leave a comment