পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে বহরমপুরে পঞ্চায়েতে জয়ী কংগ্রেস প্রার্থীকে অপরহণের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের। মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত্র জয়ী প্রার্থী সৌমেন সরকারকে অপহরণের অভিযোগ। থানায় কংগ্রেস নেতারা। কংগ্রেসের দাবি, বৃহস্পতিবার বিকেলে পঞ্চাননতলা লাগোয়া কারবালা রোডের কাছে বাইক চালিয়ে যাচ্ছিলেন সৌমেন সরকার। সেই সময় দুটি চার চাকার গাড়ি রাস্তা আটকায় বলে অভিযোগ। সেখান থেকেই ওই জয়ী প্রার্থীকে অপহরণ করা হয় বলে অভিযোগ।
এদিন বহরমপুর থানায় কংগ্রেসের পক্ষ থেকে দায়ের হয়েছে লিখিত অভিযোগ। ওই কংগ্রেস প্রার্থীর স্ত্রী রুণা সরকারের দাবি, পঞ্চায়েত ভোটে জেতার পর দল বদলের জন্য চাপ দেওয়া হচ্ছিল। আলোচনায় বসার জন্য ডাকা হচ্ছিল। রাজি না হওয়াতেই এই অপহরণ করেছে তৃণমূল। অপরহণের আশঙ্কা বাড়িতেও জানিয়েছেন সৌমেন সরকার। বহরমপুর ব্লকের মণীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৩০। ২০১৮ সালে এই পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল। এবারের ভোটে ৩০ আসনের মধ্যে ১০টি আসন পেয়েছে তৃণমূল, এর মধ্যে ১ টি আসনে তৃণমূল জিতেছিল বিনা প্রতিদ্বন্দ্বীতায়। ১০ টি আসনে পেয়েছে বিজেপি, ৯ টি আসন পেয়েছে কংগ্রেস। একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী। স্থানীয়দের দাবি, গায়ের জোরে পঞ্চায়েত দখল করতেই এই অপহরণ করেছে তৃণমূল।
Comments :0