Theatre Festival

কলকাতায় তৃণমূলের ‘কেক উৎসবের’ জন্য বন্ধ নাট্য মেলা

রাজ্য কলকাতা

তৃণমূলের কেক উৎসবের জন্য বন্ধ হয়ে গেলো পূ্র্ব কলকাতার বিদূষক নাট্যমণ্ডলীর আয়োজীত নাট্য উৎসব। ২৪ এবং ২৫ ডিসেম্বর বেলেঘাটার রাসমেলার মাঠে নাট্য উৎসবের আয়োজন করা হয়। 

উদ্যোগক্তাদের কথায়, শুক্রবার নাট্য উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখতে গেলে আচমকা দুজন উদ্যোগক্তা অমিত সাহা এবং অরূপ খাঁড়ার ওপর লোকজ নিয়ে চড়াও হয় স্থানীয় তৃণমূল নেতা অলোক দাস এবং তার লোকজন। আয়োজকদের ওপর চাপ দেওয়া হতে থাকে নাট্য উৎসব না করার জন্য। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, ২৪ তারিখ তাদের কেক উৎসবের জন্য এলাকায় অন্য কোন অনুষ্ঠান করা যাবে না। ঘটনাটি ঘটেছে কলকাতা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে।  

আয়োজকদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। নাট্য উৎসবের আয়োজন যাতে না করা হয় তার জন্য এলাকার মানুষদের হুমকিও দেয় তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। 

আয়োজকদের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা নাট্য মেলা অনুষ্ঠিত করছেন না। এর পাশাপাশি সাধারণ মানুষের প্রতি তারা আহ্বান জানিয়েছেন এই ঘটনার প্রতিবাদের সোচ্চার হওয়ার জন্য।    

Comments :0

Login to leave a comment