মঙ্গলবার এসআইআর শুনানিতে হাজিরা দিলেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামি। এদিন দক্ষিণ কলকাতার বিক্রমগড়ের একটি স্কুলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্বাচন কর্মকর্তাদের কাছে হাজিরা দেন তিনি।
কয়েকদিন আগেই শুনানিতে ডাক পান তিনি। তবে সেইসময় রাজকোটে চলা 'বিজয় হাজরা ট্রফি' ম্যাচে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করছিলেন, ফলত উপস্থিত হতে পারেননি তিনি।
শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার পর শামি বলেন, এসআইআর সকলের দায়িত্ব এবং সকলের উচিত প্রক্রিয়া চলাকালীন সহযোগিতা করা।
রাজ্য সিইও’র অফিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শামি এনামুরেশন ফর্মে যে তথ্য দিয়েছিলেন তাতে কিছু অসঙ্গতি ছিল, যার কারণে তাঁকে শুনানির জন্য তলব করা হয়েছিল। ওই কর্মকর্তাই জানান, শুনানি প্রক্রিয়ার নথি হিসেবে শামি তার পাসপোর্ট নিয়ে হাজির হয়েছিলেন। প্রায় ১৫ মিনিটের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন হয়।
মহম্মদ শামি উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও ক্রিকেটের জন্য তিনি বহু বছর ধরেই কলকাতায় বসবাস করছেন। বর্তমানে তিনি রাসবিহারী বিধানসভা কেন্দ্রের আওতাধীন কলকাতা পৌর কর্পোরেশনের ৯৩ নম্বর ওয়ার্ডের নিবন্ধিত ভোটার। এদিন মহম্মদ শামি সঙ্গে তার ভাই মহম্মদ কাইফকেও এসএইআর'র শুনানিতে ডাকা হয়।
উল্লেখ্য, শুনানি পর্বে রাজ্যজুড়ে তীব্র হেনস্তার মুখে পড়ছেন বহু সাধারণ মানুষ। কারও কারও ক্ষেত্রে দফায় দফায় ডেকে পাঠানো হচ্ছে। ২০০২’র ভোটার তালিকায় নাম থাকলেও শুনানির ডাক আসছে। রাজ্যজুড়ে বিক্ষোভও তীব্র হয়েছে।
Shami appears SIR hearing
এসআইআর-এ শুনানিতে হাজিরা দিলেন ক্রিকেটার শামি
×
Comments :0