Shootout

বনগাঁয় গুলি করে খুনের অভিযোগ

জেলা

Shootout

পঞ্চায়েত নির্বাচনের আর কয়েকঘন্টা বাকি। তার আগেই প্রকাশ্য দিবালোকে পর পর গুলি করে খুন করা হলো এক ব্যক্তিকে। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আরো একজন। শুক্রবার বনগাঁ থানার কালুপুর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ১১ টা নাগাদ বনগাঁ থানার কালুপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মপুর এলাকায় রাস্তার ধারে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন পথচলতি মানুষজন। তার গোটা শরীর তখন রক্তে ভেষে যাচ্ছে। পাশেই পড়ে ছিল তার মোটরবাইকটি। একই সঙ্গে থাকা আরো এক ব্যক্তির পিঠে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি কোন রকম ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে পাশের একটি গোয়ালঘরে আশ্রয় নেন।

 পরে স্থানীয়রা তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, গুলিবিদ্ধ হয়ে বিশ্বানাথ নামে এক ব্যক্তি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর। বাড়ি হাবড়া এলাকায়। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অপর ব্যক্তির নাম প্রতাপ মন্ডল। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে নিজেরাই একে অপরের ওপর গুলি চালিয়েছে। কৃষ্ণ নামে তৃতীয় ব্যক্তি ঘটনাস্থল থেকে পলাতক। হাবড়া থেকে কেন এরা কালুপুর এলাকায় এসেছিল ,কী কারনে এই খুন পুলিশ তা তদন্ত করে দেখছে। তবে এই ঘটনার সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই এমনই জানিয়েছে পুলিশ। তবে ওই ব্যক্তি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা সেটা এখনও স্পষ্ট নয়।

Comments :0

Login to leave a comment