মালদহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীতে রবিবার কুমির দেখা গেল। দুদিন আগে কুমির দেখা গিয়েছিল মানিকচকে। মনে করা হচ্ছে ওই কুমিরই খাবারের সন্ধানে অথবা মাছ তাড়া করে এবার ভেসে মহানন্দায় চলে এসেছে। এদিন সাহাপুর সেতু পার হয়ে কুমিরকে চলে যেতে দেখেছে মানুষ।
বহু উৎসাহী মানুষ ভীড় করেছিলেন নদীর দুপারে ও সেতুর উপরে। খবর পেয়েই প্রশাসন ও বনদপ্তরের আধিকারিকরা উপস্থিত হন ঘটনাস্থলে। পুলিশের পক্ষ থেকে নদী তীরবর্তী সাধারণ মানুষদের সচেতন করা হয়েছে। এই মুহূর্তে যাতে কেউ নদীতে স্নান করতে না নামে তার জন্য মাইকিং করা হচ্ছে। কুমিরটির যাতে কোনো ক্ষতি না হয় নজর রাখছে বন দপ্তর। এই ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Comments :0