দিল্লির নারেলায় রাসায়নিকের গুদামে আগুনে মৃতের সংখ্যা বেড়ে চলেছে। বিকেল চারটেয় দিললি প্রশাসন জানিয়েছে ১১ জনের মৃত্যু হয়েছে আগুনে। আরও ৪ জন গুরুতর আহত। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।
স্থানীয়রা জানিয়েছেন যে নরেলার নেহরু এনক্লেভ এলাকায় আলিপুরে রাসায়নিকের গুদাম এবং রঙের দোকান ছিল। গুদামের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। দমকলের ৩০টি গাড়ি পৌঁছায় ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে এলেও কর্মীদের অনেকেই আটকে পড়েন আগুনে। তাঁদের বের করা যায়নি।
বিকেলে এলাকায় পৌঁছান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি। বাবু জগজীবন রাম হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। হাসপাতালে পরিবারের অনেকে ক্ষোভ দেখিয়েছেন। তাঁদের বক্তব্য, পুলিশ ঠিক করে জানাচ্ছে না পরিজনরা কোথায়? তাঁরা এই হাসপাতালে না অন্য কোনও হাসপাতালে রয়েছেন জানাচ্ছে না। দেহ কোথায় আছে তা জানতেও হয়রান হতে হচ্ছে।
Comments :0