SIR Panic

দত্তপুকুর ও জলপাইগুড়িতে ফের এসআরআই আতঙ্কে মৃত্যুর অভিযোগ

জেলা

মৃত কমলা রায়ের বাড়িতে পুলিশ ও পঞ্চায়েত প্রতিনিধি ও স্থানীয়রা।

এসআরআই ঘোষণার পর থেকেই কয়েকটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যে। মৃতের পরিবারের তরফে দাবি করা হয়েছে যে এসআইআর’র আতঙ্কের কারণে মৃত্যু হয়েছে। একই দাবি করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। কোনো কোন পরিবার স্বাভাবিক মৃত্যর কথা বললেও তৃণমূলের সেই মৃত্যুগুলিকে দাবি করেছে এসআইআর আতঙ্কেই। ফের এসআইআর আতঙ্কে দত্তপুকুরের এক বৃদ্ধ এবং জলপাইগুড়ির সাতকুড়া এলাকার বাসিন্দা এক ৫৩ বছর বয়সী মহিলার মৃত্যুর অভিযোগ। এর ঠিক আগের দিনই জলপাইগুড়ি জেলায় এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন আমবাড়ির কামারভিটার বাসিন্দা ভুবনচন্দ্র রায়। এদিন ফের মৃত্যুর খবর পাওয়া গেল জলপাইগুড়ি এবং দত্তপুকুরে। 
জানা গেছে দত্তপুকুর থানার পশ্চিম খিলগাপুর গ্রাম পঞ্চায়েতের চাটুরিয়া এলাকার বাসিন্দা জিয়ার আলী(৭০)। তাঁর সমস্ত নথি ঠিক ছিল। পরিবার সূত্রে খবর,  ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল। বিএলও তাঁকে এনুমারেশন ফর্মও দিয়ে গিয়েছিলেন। তবুও তিনি আতঙ্কে ছিলেন। আশঙ্কা ছিলেন তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। পরিবারের দাবি সেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে বারাসত মেডিকেল কলেজে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার সেখানেই মৃত্যু হয় তাঁর।
মৃতার নাম কমলা রায়ের পরিবারের দাবি, প্রায় চার দশক আগে বাংলাদেশ থেকে ভারতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন কমলা দেবী। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আধার, ভোটার কার্ড সহ বিভিন্ন বৈধ নথি থাকা সত্ত্বেও এসআইআর নিয়ে উদ্বেগে ছিলেন তিনি। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে এই আশঙ্কা থেকেই মানসিক চাপে ভুগছিলেন। সেই আতঙ্কই তাঁকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা সাতকুড়ায় পৌঁছন। তাঁদের কথায়,‘‘এসআইআর কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন কমলা দেবী। বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ভয়েই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।’’
এর ঠিক আগের দিনই আত্মঘাতী হয়েছেন আমবাড়ির কামারভিটার বাসিন্দা ভুবনচন্দ্র রায়। পরিবারের সব সদস্যের এসআইআর ফর্ম পৌঁছলেও মেয়ের নামে ফর্ম না আসায় উদ্বেগ বাড়ছিল তাঁর। সেই দুশ্চিন্তা থেকেই আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। একদিনের ব্যবধানে পরপর দুই মৃত্যুতে জলপাইগুড়ি জেলায় চরম চাঞ্চল্য তৈরি হয়েছে। দুই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। 

Comments :0

Login to leave a comment