BANARHAT BHUTAN RAIL

ভূটানের রেলপথ জুড়ে পর্যটন, বাণিজ্যের সম্ভাবনা বানারহাটে

রাজ্য জেলা

সম্ভাবনা বাস্তবায়িত হবে কি? বানারহাট স্টেশন। ছবি: প্রবীর দাশগুপ্ত।

দীপশুভ্র সান্যালজলপাইগুড়ি

 

 

ট্রেনে ভুটানে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। প্রস্তাবিত রেলপথে গুরুত্ব পেতে পারে জলপাইগুড়ির বানারহাট।

 

পরিকল্পনা অনুযায়ী আসামের কোকরাঝাড় এবং ভুটানের গেলেফুর মধ্যে দিয়ে রেল পথ হবে। তাতে পশ্চিমবঙ্গের বানারহাটের সঙ্গে ভুটানের সামসের জুড়বে। আসামের দারাঙ্গা ও ভুটানের সামদ্রুপে অভিবাসন চেকপয়েন্ট খোলা হবে।

 

ভুটানের রাজা জিগমি খেসার নামগয়াল ওয়াংচুক ভারতে সফরে এসে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। গত সপ্তাহে এই বৈঠকে প্রকল্পটি নিয়ে কথা হয়। সমীক্ষা শুরুর সিদ্ধান্তও হয়েছে।

 

আরেকদিকে সিকিম পর্যন্ত রেললাইন নিয়ে যাওয়ার কাজ চলছে। সেবক-রংপো রেল প্রকল্পের কাজ আগামী বছরই সম্পন্ন হওয়ার কথা।

 

৪৫ কিলোমিটার দীর্ঘ এই রেললাইনে থাকবে পাঁচটি স্টেশন। সঙ্গে এই লাইনে থাকবে ১৪টি টানেল২২টি ব্রিজ। এই রেললাইনের ৩৮ কিলোমিটারই টানেলের মধ্যে দিয়ে যাবে। এমনকী একটি স্টেশনও ভূগর্ভে থাকবে। জানা গিয়েছেএই রুটের পাঁচটি স্টেশনের মধ্যে তিস্তাবাজার স্টেশনটি মেট্রোর মতো আন্ডারগ্রাউন্ড হবে। 

 

পার্বত্য পথে ভারি পরিকাঠামো গড়া নিয়ে আশঙ্কাও রয়েছে। একাধিক রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে গিয়েছে রাস্তা। সিকিমে সম্প্রতি তিস্তার বন্যায় ক্ষতি হয়েছে ব্যাপক। 

Comments :0

Login to leave a comment