Dhupguri Campaign

ছবিতে প্রচার, ধুপগুড়িতে দেবরাজ

জেলা

ঘরে ঘরে প্রচার জলপাইগুড়ির সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মনের।

বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএলও’র উগ্রপন্থীদের ছোঁড়া গুলিতে সিপিআই(এম) দপ্তরেই  পাঁচটি  দেহ লুটিয়ে পড়েছিল। এই পাঁচজনের  মধ্যে ছিলেন  দক্ষিণ কাঠুলিয়া গ্রামের  সুবল রায় ও গণেশ রায়। বুধবার ধুপগুড়ির এই গ্রাম থেকেই প্রচার শুরু করলেন জলপাইগুড়ির সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মন। 

আশীর্বাদ শহীদ-জায়ার

প্রার্থী  দেবরাজ বর্মনকে  আশীর্বাদ  করছেন  শহীদ গণেশ রায়ের  স্ত্রী  গীতা  রায়। দক্ষিণ কাঠুলিয়া গ্রামে।

শহীদ গনেশ রায়ের বাড়ির উঠানে  জমায়েত  হয়ে গেলেন গ্রামের মানুষ। সভা বসে গেল। বক্তব্য  রাখলেন  দেবরাজ বর্মন  সহ পার্টির  নেতৃত্ব। 

বৈঠক উঠোনেই

 

এখানেই  গ্রামের বাসিন্দা ভূপেন রায় বলেন  ফসলের দাম  পাই না। তাই সংসারে  অভাব নিত্যসঙ্গী। গ্রামে দেখি তৃণমুল-বিজেপির  দাপাদাপি  আছে ঠিকই। কিন্তু আমাদের  কথা বলার জন্য কেউ নেই।

মিছিলে যুবরা

ছোট ছোট স্কোয়াড মিছিল নিয়ে গ্রামে বাড়ি বাড়ি ঘুরে চলছে প্রচার। 

আলাপ, আবেদনও

আরেক শহীদ সুবল রায়ের বাড়িতেও গিয়ে দেখা করলেন দেবরাজ। প্রচার চলে কাঠুলিয়া  ছাড়াও ভান্ডানি  চরচরা বাড়ি সহ আরও  গ্রামে। সব গ্রামেই উৎসাহ  ছিল জনতার।

ছবি ও তথ্য: সঞ্জিত দে

Comments :0

Login to leave a comment