বাংলাদেশে ভারতের দূতাবাস ও বিভিন্ন উপদূতাবাস থেকে দায়িত্বরত কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। তবে বাংলাদেশে সব দূতাবাস বা উপদূতাবাস ‘পূর্ণ সক্ষমতার’ সঙ্গে কাজ চালাবে বলে জানিয়েছে ভারত।
বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে কারণ দেখিয়ে গত মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি।
তবে এই সিদ্ধান্তে দু‘দেশের সম্পর্কের আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী কালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একাধিক ঘটনাকর্মে দ্বিপাক্ষিক সম্পর্ক ঘিরে টানাপোড়েন দেখা গিয়েছে।
দু’দেশেই যদিও বিভিন্ন অংশ দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে। বরং, দু’দেশেই উগ্র সাম্প্রদায়িক বিভিন্ন শক্তি অন্য দেশকে ঘিরে উত্তেজনা তৈরি করে রাজনৈতিক ফয়দা তুলতে নেমেছে।
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এমন পদক্ষেপ নিল ভারত সরকার। ভারতের তরফে বলা হয়েছে, বাংলাদেশে ‘নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে ভারতীয় দূতাবাস ও উপদূতাবাসে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের ভারতে ফিরতে বলা হয়েছে।
কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হলেও বাংলাদেশের ভারতীয় দূতাবাস ও উপদূতাবাস ‘পূর্ণ সক্ষমতার’ সঙ্গে কাজ চালিয়ে যাবে বলেও নিশ্চিত করা হয়।
ঢাকায় ভারতীয় দূতাবাস রয়েছে। উপদূতাবাস রয়েছে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে। সবগুলি মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার কথা বলছে নয়াদিল্লি।
সম্প্রতি দু’দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয় বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ক্রিকেট থেকে ছেড়ে দেওয়া। বাংলাদেশও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না আসার সিদ্ধান্তে অনড়।
এর আগে ৯ জানুয়ারি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর লাগাতার আক্রমণে উদ্বেগ জানান। ঢাকায় বাংলাদেশে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির হত্যাকাণ্ড ঘিরে সংঘাত দেখা দেয়। বাংলাদেশের পুলিশ অভিযোগ তোলে যে হাদির হত্যাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে। ভারতের তরফে সে অভিযোগ অস্বীকার করা হয়।
ময়মনসিংহের বস্ত্র শ্রমিক দীপুচন্দ্র দাসকে দলবেঁধে হত্যা করে উন্মত্ত মৌলবাদী ভিড়। সে সময়েই বাংলাদেশে সাংস্কৃতিক প্রগতিশীল এবং গণতান্ত্রিক বিভিন্ন অংশের ওপর উন্মত্ত হামলা হয়। সীমান্তের দু’পারেই সংখ্যালঘুদের ওপর এই ধরনের হামলার প্রতিবাদে নামে বামপন্থীরা।
India Bangladesh
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার ফেরানোর সিদ্ধান্ত ভারতের, সম্পর্কে নতুন টানাপোড়েন
×
Comments :0