বর্ষাকালে জল কাদা, গ্রীষ্মকালে ধুলোর দাপট। মরার উপর খাঁড়ার ঘায়ের মতো অনিন্ত্রিত যানবাহন চলাচলে প্রাণ ওষ্ঠাগত। এই নরক যন্ত্রণা থেকে আমরা মুক্তি চাই। অবিলম্বে রাস্তা সারাই হোক। বুধবার এই দাবিতে ইটিন্ডা সোলাদানা বাজার রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় ধলতিথা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী,অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় গ্রামবাসীরা। রাস্তা লাগোয়া এই প্রাথমিক বিদ্যালয়টি। রোজ জীবন হাতে নি যাতায়াত করতে হয় একরত্তি ছাত্র ছাত্রীদের।
বাংলাদেশ সীমান্ত লাগোয়া ইছামতী নদীর পাড় বরাবর ইটিন্ডা সোলাদানা বাজার রোড। ৮ কিলোমিটার দীর্ঘ রাস্তাটির কমবেশি ১৫-১৬ বছর সংস্কার হয় না। রাস্তা বরাবর তিন তিনটি প্রাথমিক বিদ্যাল। রাস্তার দুধার ধরে ১০০টির বেশি ইটভাটা, বিএসএফ ক্যাম্প। বসিরহাট-১নং ব্লকের শাঁকচূড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েত এবং বসিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডে বসবাসকারী প্রায় ৩০ হাজার লোকের যাতায়াত এই অতি গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে। রাস্তাটি চলাচলে এতটাই অযোগ্য হয়ে পড়েছে যে পরিবহণ ব্যবস্থা লাটে ওঠার জোগাড়। ফলে কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতে কাল ঘাম ছুটে যায়। বলছিলেন অবরোধকারীদের কেউ কেউ। স্কুলের ছাত্র অনীক রায়ের অভিযোগ বর্ষাকালে স্কুলে আসতে গিয়ে জলকাদা লেগে স্কুলের পোষাক নষ্ট হয়ে যায়। অনেক সম পা পিছলে পড়ে হাতে পায়ে চোট লাগে। আবার গ্রীষ্মকালে রাস্তার ধুলো ক্লাস রুমে ঢুকে যা। আমাদের শ্বাসকষ্ট, কাশি হয়। স্কুল শিক্ষিকা সাবিনা খাতুন বলেন, রাস্তাটি এতটাই খারাপ, স্কুলে আসার গাড়ি পাই না। দুর্ঘটনার শিকার যেমন ছাত্র ছাত্রীরা হচ্ছে, তেমনই আমরা শিক্ষক শিক্ষিকারাও প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পীযূষ বিশ্বাস ও শিক্ষক শুভঙ্কর সাহার দাবি, রাস্তা সংস্কারের সাথে সাথে স্কুলের ছাত্র ছাত্রীদের জীবনের নিরাপত্তার স্বার্থে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে প্রশাসনিক হস্তক্ষেপ জরুরী। স্থানীয় যুবক সেলিম গাজি, ত্রিদিব দাস, আরিফ গাজির, বিকাশ সরকার, বিকাশ ব্যানার্জিদের দাবি, রাস্তাটি মজবুত করতে এবং দেশের সুরক্ষার স্বার্থে বিএসএফ দায়িত্ব নিয়ে বিএডিপি প্রকল্পে রাস্তাটি তৈরী হোক। রাজ্য সরকার সহযোগিতা করুক। সূত্রের খবর বিএসএফের তরফে বিএডিপি প্রকল্পে রাস্তা সারাইয়ের প্রস্তাব দেওয়া হলেও অতীতে রাজ্য সরকারের তেমন সদিচ্ছা লক্ষ্য করা যা নি। যদিও এদিন বিডিও বিশাখ ভট্টাচার্য বলেছেন, সীমান্তবর্তী এলাকা রাস্তাটি। এক দু বছরের মধ্যে বিএসএফ বিএডিপি'র এমন কোন পরিকল্পনার কথা জানা নি। জানালে বিষয়টি নিয়ে অবশ্যই ভেবে দেখা হবে।
Comments :0